Fixed Deposit: স্বল্প সঞ্চয়ে একাধিক প্রকল্পে সুদি বৃদ্ধির পরই এবার স্থায়ী আমানতে সুদ বৃদ্ধি করল এই দুই ব্যাঙ্ক। গ্রাহকদের স্বার্থে সুদ বৃদ্ধির ঘোষণা করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB)। কোটি-কোটি গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে।
FD Rates: নতুন বছরে অ্যাকাউন্ট হোল্ডারদের ফিক্সড ডিপোজিট স্কিম ও সেভিংস অ্যাকাউন্টে আরও সুদ দিচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। এই নতুন হারগুলি 1 জানুয়ারি, 2023 থেকে কার্যকর হয়েছে। এছাড়াও, দেশের বৃহত্তম বেসরকারি খাতের ব্যাঙ্ক অর্থাৎ ICICI ব্যাঙ্ক তার কোটি গ্রাহকদের বাল্ক এফডি-তে আরও বেশি সুদের হার অফার করছে। ব্যাঙ্কটি তার গ্রাহকদের সর্বোচ্চ 7.11 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। এর পাশাপাশি পিএনবি তার সেভিংস অ্যাকাউন্টের সুদের হারও বাড়িয়েছে।
Fixed Deposit: এই সুদের হার PNB-র ২ কোটি টাকার কম FD-তে পাওয়া যাচ্ছে
ব্যাঙ্ক তার টাকার কম FD-তে 50 বেসিস পয়েন্ট বাড়িয়েছে৷ এমন পরিস্থিতিতে এখন সর্বোচ্চ ৬ দশমিক ৭৫ শতাংশ সুদ পাচ্ছেন গ্রাহকরা। ব্যাঙ্কটি 7 দিন থেকে 10 বছর পর্যন্ত এফডিতে সাধারণ নাগরিকদের জন্য 3.50 শতাংশ থেকে 6.50 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। একই সময়ে, ব্যাংকটি প্রবীণ নাগরিকদের জন্য 4.00 শতাংশ থেকে 7.30 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। আমাদের বিভিন্ন মেয়াদে উপলব্ধ সুদের হার সম্পর্কে জানতে দিন-
FD Rates: এই রেট দিচ্ছে পিএনবি
7 থেকে 14 দিনের FD - 3.50%
15 থেকে 45 দিনের FD - 3.50%
46 থেকে 179 দিনের FD - 4.50 শতাংশ
180 থেকে 270 দিনের FD - 5.50 শতাংশ
271 থেকে 1 বছর পর্যন্ত FD – 5.50 শতাংশ
1 বছরের FD - 6.75%
1 বছর থেকে 665 দিন পর্যন্ত FD - 6.75 শতাংশ
666 দিনের FD – 7.25%
667 দিন থেকে 2 বছর পর্যন্ত FD - 6.75 শতাংশ
2 থেকে 3 বছরের জন্য FD - 6.75 শতাংশ
3 থেকে 10 বছর পর্যন্ত FD - 6.50 শতাংশ
পিএনবি সেভিংস অ্যাকাউন্টে সুদের হারও বাড়িয়েছে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও সেভিংস অ্যাকাউন্টের সুদের হার বাড়িয়েছে। নতুন হার 1 জানুয়ারি 2023 থেকে কার্যকর হয়েছে। ব্যাঙ্ক তার 10 লক্ষের কম সেভিংস অ্যাকাউন্টে 2.70 শতাংশ সুদের হার অফার করছে। একই সময়ে ব্যাঙ্ক 10 লক্ষ থেকে 100 কোটি টাকা পর্যন্ত FD-তে 2.75 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে৷ পাশাপাশি PNB গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে 100 কোটি টাকার বেশি জমার উপর 3.00 শতাংশ সুদের হার অফার করছে।
ICICI ব্যাঙ্ক বাল্ক FD বাড়িয়েছে
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্কও নতুন বছরে গ্রাহকদের FD-তে আরও বেশি সুদের হার অফার করছে ৷ ব্যাঙ্ক তার বাল্ক এফডি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ও নতুন হারগুলি 2 জানুয়ারি, 2023 থেকে প্রযোজ্য। ব্যাঙ্কটি 2 থেকে 5 কোটি টাকার এফডিতে 4.50 শতাংশ থেকে 6.75 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে৷ জেনে নিন বিভিন্ন মেয়াদের এফডি-র হার।
7 থেকে 29 দিনের FD - 4.50%
30 থেকে 45 দিনের FD - 5.25 শতাংশ
46 থেকে 60 দিনের FD - 5.50 শতাংশ
61 থেকে 90 দিনের FD - 5.75 শতাংশ
91 থেকে 184 দিনের FD - 6.25 শতাংশ
185 থেকে 270 দিনের FD - 6.50 শতাংশ
271 থেকে 1 বছরের কম FD - 6.65 শতাংশ
1 বছর থেকে 15 মাসের FD - 7.10 শতাংশ
15 মাস থেকে 2 বছর পর্যন্ত FD – 7.15 শতাংশ
2 বছর থেকে 3 বছর পর্যন্ত FD – 7.00 শতাংশ
3 বছর থেকে 10 বছর পর্যন্ত FD – 6.75 শতাংশ
গত বছর RBI কয়েকবার রেপো রেট বাড়িয়েছে। দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত সুদের হার বাড়িয়েছে। গত বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত রেপো রেট 4.00 শতাংশ থেকে বেড়ে 6.25 শতাংশ হয়েছে।রেপো রেট বৃদ্ধির পর থেকে অনেক ব্যাঙ্ক তাদের এফডি রেট, সেভিংস অ্যাকাউন্ট এবং ঋণের সুদের হার ক্রমাগত বাড়িয়েছে। এবার আরও দুটি বড় ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের নামও এই তালিকায় যুক্ত হয়েছে।
আরও পড়ুন: Petrol Expiry Time: গাড়িতে থাকলেও নষ্ট হয় পেট্রল, মেয়াদ শেষ বুঝবেন কীভাবে ?