UIDAI Update: নথি না থাকলেও আপাডেট করতে পারবেন আধার কার্ড। আধার ব্যবহারকারীদের জন্য এবার নতুন সুবিধা নিয়ে এল UIDAI। এর জন্য শুধুমাত্র আপনার 'পরিবারের প্রধান'-এর অনুমোদন লাগবে।
Aadhaar Update: আধার আপডেট করতে গিয়ে অনেক সময় সাধারণ কারণে সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীদের। অনেকেই আছেন, যাদের কাছে আধার ছাড়া অন্য কোনও বৈধ নথি নেই। সেই ক্ষেত্রে আধারের তথ্য আপডেট করতে সমস্যা হয়। আধার ব্যবহারকারীদের এই সমস্যা থেকে মুক্তি দিতে UIDAI একটি 'পরিবারের প্রধান' ভিত্তিক আধার আপডেট প্রক্রিয়া নিয়ে এসেছে। এই বিকল্পের মাধ্যমে আপনি আপনার পরিবারের প্রধানের নথির সাহায্যে আপনার আধারের তথ্য আপডেট করতে পারবেন।
Aadhaar Update: এদের জন্য এই বৈশিষ্ট্যটি খুব কাজের
যাদের নিজস্ব নথি নেই তাদের জন্য 'পরিবারের প্রধান' ভিত্তিক আধার আপডেট প্রক্রিয়া খুবই সহায়ক। সেই ক্ষেত্রে সন্তান, স্ত্রী/স্বামী,বাবা-মায়েরা এর সুবিধা পেতে পারেন। অনেক সময় নাবালকদের কাছে আধার ছাড়া অন্য কোনও নথি থাকে না। সে তার পিতামাতার নথি ব্যবহার করে আধার আপডেট করতে পারেন। ইউআইডিএআই এই বিষয়ে ৩ জানুয়ারি, ২০২৩-এ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আধার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন কেবল 'পরিবারের প্রধান'-এর নথিগুলির সাহায্যে আপনি নিজের নথিগুলি ছাড়াই আধার আপডেট করতে পারবেন।
UIDAI Update: 'পরিবারের প্রধান'-এর জন্য কী কী নথির প্রয়োজন হবে
UIDAI জানিয়েছে, আপনি যদি 'Head of family' নথির মাধ্যমে আপনার আধার কার্ড আপডেট করতে চান, তাহলে আপনাকে সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক প্রমাণ করতে হবে। এর জন্য আপনার রেশন কার্ড, মার্কশিট, বিবাহের শংসাপত্র, পাসপোর্টের মতো নথির প্রয়োজন হবে। যদি আপনার কাছে এমন কোনও নথি না থাকে, তাহলে আপনি সেলফ ডিক্ল্যারেশন (স্ব-ঘোষণা)র মাধ্যমে UIDAI পাস জমা দিয়ে 'পরিবারের প্রধান' ভিত্তিক আধার আপডেট করতে পারেন।
Aadhaar Update: 'Head of family' অপশনের সাহায্যে এইভাবে আপনার আধার আপডেট করুন
পরিবারের প্রধানের নথির সাহায্যে আপনার আধার কার্ড আপডেট করতে প্রথমে আমার আধার পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/-এ যান।
এই পোর্টালে যান ও আধার আপডেটের প্রক্রিয়াটি বেছে নিন।
এবার আধারে ঠিকানা আপডেটের বিকল্পটি নির্বাচন করুন।
এখানে আপনার নিজের নথি না থাকলে ঠিকানা আপডেটের জন্য 'পরিবারের প্রধান'-এর আধার নম্বর লিখুন।
এর পর আপনাকে রিলেশনশিপ ডকুমেন্ট জমা দিতে হবে।
এই পর্বে ঠিকানা আপডেট করতে ৫০টাকা ফি দিতে হবে।
এর পরে সার্ভিস রিকোয়স্ট নম্বর HOF-এর কাছে পাঠানো হবে। শেষে তাকে আধার পোর্টালে লগ ইন করে ৩০ দিনের মধ্যে তাঁর অনুমোদন দিতে হবে।
পরবর্তীকালে আপনার HOF-এর অনুমোদন নিয়ে আপনার আধার আপডেট করা হবে।
মনে রাখবেন, যদি ৩০ দিনের মধ্যে অনুমোদন না পাওয়া যায়, তাহলে এই অনুরোধটি বাতিল করা হবে।
আরও পড়ুন : Petrol Expiry Time: গাড়িতে থাকলেও নষ্ট হয় পেট্রল, মেয়াদ শেষ বুঝবেন কীভাবে ?