Rural Postal Life Insurance Scheme: দেশে নিরাপদ আর্থিক সুরক্ষার জন্য় বেছে নিতে পারেন পোস্ট অফিসের এই সরকারি স্কিম। বিশেষ করে গ্রামের বিনিয়োগকারীদের জন্য অনেক স্কিম নিয়ে এসেছে পোস্ট অফিস। যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের ভাল রিটার্ন দিতে সক্ষম। তাই অন্যান্য বেসরকারি বিনিয়োগ স্কিমের বাইরে এই সরকারি প্রকল্পে টাকা রাখতে পারেন। 


Gram Suraksha scheme কাদের জন্য এই স্কিম ?
পোস্ট অফিসের (Post Office Scheme) গ্রাম সুরক্ষা যোজনার (Gram Suraksha scheme) মাধ্যমে ৮০ বছরে প্রতিশ্রুতি দেওয়া অর্থের পাশাপাশি পাওয়া যাবে বোনাস। আমানতকারী বেঁচে থাকলে এই অর্থ পাবেন। অন্যথায় তাঁর আইনি উত্তরাধিকারী বা নমিনি জমা অর্থ পাবেন। ১৯ থেকে ৫৫ বছরের যেকোনও ভারতীয় নাগরিক এই বিমার স্কিমে টাকা জমাতে পারবেন। এতে আপনি ১০,০০০ টাকা থেকে ১০লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন৷ এই স্কিমে আপনি প্রতি মাসে, তিন মাস অন্তর,৬ মাস বা বছরের ভিত্তিতে এখানে প্রিমিয়াম দিতে পারেন। প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে ৩০ দিন অতিরিক্ত সময় দেওয়া হয় বিনিয়োগকারীকে। কোনও কারণে পলিসি বন্ধ হয়ে গেলেও পুরোনা প্রিমিয়াম দিয়ে ফের পলিসি শুরু করতে পারেন গ্রাহক।


কী সুবিধা পাওয়া যায় Post Office-এর এই স্কিমে ?
পলিসি শুরু হওয়ার চার বছর পর থেকে ঋণ নিতে পারবেন পলিসি হোল্ডার। গ্রাহক চাইলেই তিন বছর পর এই পলিসি সারেন্ডার করতে পারেন।যদিও সেই ক্ষেত্রে পলিসির সুবিধা পাবেন না আমানতকারী। এই পলিসির সব থেকে আকর্ষণের বিষয় ইন্ডিয়া পোস্টের (India Post) দেওয়া বোনাস। গত বছরের বোনাস বলছে,প্রতি হাজার টাকায় ৬৫ টাকা বোনাস দিয়েছে Gram Suraksha scheme।


Post Office Scheme: গ্রাম সুরক্ষা যোজনা প্রকল্প আসলে কী ?
গ্রামীণ ডাক জীবন বিমা প্রকল্পটি পোস্ট অফিস দ্বারা ১৯৯৫ সালে চালু করা হয়েছিল। এই স্কিমের অধীনে বিনিয়োগকারীদের প্রতি মাসে ১৫০০ টাকা বিনিয়োগ করতে হবে। এর পরে আপনি মেয়াদপূর্তিতে মোট ৩৫লক্ষ টাকাপাবেন। এর মানে হল এই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন মাত্র ৫০টাকা বিনিয়োগ করতে হবে। আপনি যদি ৫৫ বছর বয়স পর্যন্ত পলিসিটি কিনে থাকেন, তাহলে আপনাকে ৩১.৬০ লক্ষ টাকার জন্য ১৫১৫ টাকা দিতে হবে। একই সময়ে,৫৮ বছরে ৩৩.৪০ লক্ষ টাকা পেতে, ১৪৬৩ টাকা ও  ৬০বছর মেয়াদে ৩৪.৬০ টাকা পেতে প্রতি মাসে মাত্র ১৪১১ টাকা দিতে হবে।


Gram Suraksha scheme: স্কিমে ঋণ সুবিধা পাওয়া যায়
গ্রাম সুরক্ষা প্রকল্পে বিনিয়োগ করে আপনি স্কিমে ঋণের সুবিধাও পাবেন। লক্ষণীয় বিষয় হল, এই ঋণ পেতে আপনাকে কমপক্ষে ৪ বছর ধরে একটানা স্কিমে বিনিয়োগ করতে হবে। এর পরেই আপনি ঋণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এর সঙ্গে আপনি যদি প্রিমিয়াম শোধ করতে মিস করেন, তাহলে আপনি আবার শোধ করে পলিসিটি পুনরায় চালু করতে পারেন।