গতকাল সোমবারই ভারতীয় রেলওয়ে তার কর্মীদের এবং তাদের পরিবারের জন্য উল্লেখযোগ্য বিমা কভার প্রদানের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে স্বাক্ষরিত এই মৌ চুক্তির অধীনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্যালারি অ্যাকাউন্টহোল্ডার রেলওয়ে কর্মীদের ১ কোটি টাকার দুর্ঘটনাজনিত বিমা কভারেজ দেওয়া হবে। একটি প্রেস নোটে জানিয়েছে রেল মন্ত্রক।

কেন্দ্রীয় সরকারি কর্মী গোষ্ঠী বিমা প্রকল্পের অধীনে গ্রুপ এ, বি ও সি কর্মীদের জন্য যথাক্রমে ১.২০ লক্ষ টাকা, ৬০ হাজার টাকা এবং ৩০ হাজার টাকার বর্তমান কভারেজের তুলনায় এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে শুধু স্যালারি অ্যাকাউন্টহোল্ডার সমস্ত রেল কর্মীরা এখন থেকে কোনও প্রিমিয়াম ছাড়াই বা কোনও মেডিকেল টেস্ট ছাড়াই ১০ লক্ষ টাকার স্বাভাবিক মৃত্যু কভারেজ পাবেন এই বিমার অধীনে, প্রেস নোটে জানানো হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে।

প্রায় ৭ লক্ষ রেল কর্মী এসবিআইয়ের সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট রেখেছেন, এই চুক্তিটি কর্মী কল্যাণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ যা ভারতীয় রেলওয়ে ও এসবিআইয়ের মধ্যে একটি যত্নশীল এবং গঠনমূলক অংশীদারিত্বের প্রতিফলন ঘটায়। মন্ত্রণালয়ের মতে, এই মৌ চুক্তি স্মারকের আওতায় কিছু গুরুত্বপূর্ণ পরিপূরক বিমা কভারের মধ্যে রয়েছে ১.৬০ কোটি টাকার বিমান দুর্ঘটনা বিমা (ডেথ কভারেজ), রুপে ডেবিট কার্ডে অতিরিক্ত ১ কোটি টাকা, ব্যক্তিগত দুর্ঘটনা কভারেজ ১ কোটি টাকার (সম্পূর্ণ অক্ষমতার), আর ৮০ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা কভারেজ (আংশিক অক্ষমতার)।

মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই মৌ-চুক্তিটি সম্পূর্ণরূপে কর্মচারী-কেন্দ্রিক, সহানুভূতিশীল এবং কর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের মাধ্যম হিসেবে ডিজাইন করা হয়েছে। বিশেষ করে গ্রুপ সি ও অন্যান্যদের মধ্যে ফ্রন্টলাইন রেলওয়ে কর্মীদের।   

সাধারণত স্টেট ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট একটি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টের সঙ্গে আপনি বিনামূল্যের একটি ডেবিট কার্ড পাবেন যাতে দারুণ সব ফিচার্স রয়েছে। গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টে অটো সুইপ ফেসিলিটি চালু করতে পারেন। তবে এই অ্যাকাউন্টে কোনও ন্যূনতম ব্যালান্স বজায় রাখতে হয় না। স্টেট ব্যাঙ্কই শুধু নয়, যে কোনও ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টেই এই সুবিধেগুলি মেলে।