RBI Extends Card Tokenization Deadline: ১ জুলাই থেকে বদলে যাচ্ছে অনলাইনে টাকা লেনদেনের নিয়ম। এবার থেকে গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ড ডেটা সংরক্ষণ করতে পারবে না পেমেন্ট অ্যাগ্রিগেটর, পেমেন্ট গেটওয়ে বা এই ধরনের ব্যবসায়ীরা। ৩০ জুনের পর থেকে অনলাইন পোর্টাল থেকে গ্রাহকের ডেবিট-ক্রেডিট কার্ডের ডেটা মুছে ফেলতে হবে এদের। 


Card Tokenization Rules: কবে থেকে প্রযোজ্য নিয়ম ? 
আগে এই নিয়মটি ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হওয়ার কথা ছিল। যদিও বাণিজ্য মহলের অনুরোধে RBI কার্ড টোকেনাইজেশনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর অনুমতি দেয়। ১ জুলাই থেকে সেই নতুন নিয়ম কার্যকর হবে। এই দিনেরআগেই পেমেন্ট অ্যাগ্রিগেটর, পেমেন্ট গেটওয়ে বা মার্চেন্টকে গ্রাহকের কার্ডের ডেটা মুছে ফেলতে হবে। 


RBI Rules: প্রতিবার ডেবিট-ক্রেডিট কার্ডের বিবরণ লিখতে হবে


১ জুলাই থেকে গ্রাহককে ১৬ সংখ্যার ডেবিট-ক্রেডিট কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ, কার্ড যাচাইকরণের মান (CVV) টাইপ করতে হবে। প্রতিবার Amazon বা Flipkart-এ কেনাকাটা করার জন্য বা Netflix, Disney+ Hotstar রিচার্জ করার জন্য প্রতিটি লেনদেনেই করতে হবে এই কাজ।


Card Tokenization Rules: কেন এই সিদ্ধান্ত ?
দেশে এখন আর্থিক লেনদেনের পরিস্থিতি বদলে গিয়েছে। আরও বেশি সংখ্যক মানুষ হোটেল, দোকান বা ক্যাব বুক করার জন্য অনলাইন পেমেন্ট ব্যবহার করছেন। বর্তমান ডিজিটাল বিশ্বে এই লেনদেনর দিকেই নজর পড়েছে সাইবার অপরাধীদের। ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছে এই প্রতারকরা। সেই কারণেই ডিজিটাল লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি করতে বা অনলাইন পেমেন্টগুলিকে সুরক্ষিত করতে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সব বণিক ও পেমেন্ট গেটওয়েকে ৩০ জুনের পর থেকে গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডের বিবরণ মুছে ফেলতে বলেছে।


Tokenisation আসলে কী ?
গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ডে কোনও আর্থিক লেনদেন করতে গেলেই কিছু নির্দিষ্ট তথ্য দিতে হয়। এই তথ্যের মধ্যে থাকে ১৬ সংখ্যার কার্ড নম্বর, card expiry date, CVV ছাড়াও ওয়ান টাইম পাসওয়ার্ড ও ট্রানজাকশন পিন। সবথেকে বড় বিষয় এইসব নথি ঠিকঠাকভাবে দিলেই আপনার আর্থিক লেনদেন সফল হয়। এই বিস্তারিত বিবরণী জমার পরিবর্তে আপনি টোকেনাইজেশনের পথে হাঁটতে পারেন। যেখানে কার্ডের বিবরণীর পরিবর্তে আপনাকে একটি গোপন কোড দেওয়া হবে। এই গোপন কোডকেই টোকেন (Token) বলা হচ্ছে। যা কার্ডের প্রতিটি আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে দিতে হবে। প্রতিটি কার্ডের ক্ষেত্রে টোকেন আলাদা হয়।


RBI new card rules: রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, কোনওভাবেই গ্রাহকের ক্রেডিট ও ডেবিট কার্ডের ডেটা গচ্ছিত রাখতে পারবে না ব্যাঙ্ক ও ওয়েলেট কোম্পানিগুলি। সংস্থার অ্যাপ থেকে এইসব ডেটা মুছে দিতে হবে। গ্রাহকের লেনদেনের সুরক্ষায় এবার থেকে 'এনক্রিপটেড টোকেন'-এর ব্যবস্থা করতে হবে তাদের। ১ জানুয়ারি ২০২২ থেকে চালু হওয়ার কথা ছিল এই নিয়ম।


আরও পড়ুন : Aadhaar Card: বেশি টাকা নিচ্ছে ? আধারের কোন তথ্য আপডেট করতে কত টাকা জানেন ?