RBI Policy: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে আজ থেকে বৈঠকে বসছে রিজার্ভ ব্যাঙ্ক। সভা চলবে ৮ তারিখ পর্যন্ত। বুধবারই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পলিসি রেট বৃদ্ধি বা কমানোর ঘোষণা করবে। ফলে বাড়তে বা কমতে পারে বিভিন্ন ঋণের সুদের হার। অর্থনীতিবিদদের ধারণা, এই বৈঠকে গভর্নর শক্তিকান্ত দাস সুদের হার 40 বেসিস পয়েন্ট বৃদ্ধি করতে পারেন।


RBI Policy: ঋণের কিস্তি বাড়তে পারে 
রিজার্ভ ব্যাঙ্কের এই বৈঠকের ফলে ফের বাড়তে পারে আপনার মাসিক ঋণের কিস্তি। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) রেপো রেটের ওপরই নির্ভর করছে সবকিছু। দেশের আর্থিক নীতি নির্ধারণ করতে ফের বৈঠকে বসছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যতদূর জানা যাচ্ছে, মূল্যবৃদ্ধি রুখতে রেপো রেট বৃদ্ধির পথেই হাঁটবে RBI।


RBI MPC Meet: চিন্তায় শেয়ার বাজার
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এমপিসি মিট নিয়ে চিন্তিত শেয়ার বাজার। অর্থনীতিবিদদের মতে, দেশের মূল্যবৃদ্ধির রাশ টানতে এই বৈঠকে RBI রেপো রেট বাড়িয়ে দিতে পারে। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহের আর্থিক পর্যালোচনা নীতির সভায়, রেপো রেট আরও 0.40 শতাংশ বৃদ্ধি করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। এই আতঙ্কে আগামী সপ্তাহে ধীরে চলো নীতি নেবে শেয়ার বাজার। মার্কেট সাইডওয়াইজ চলার সম্ভাবনা প্রবল।


RBI Policy: ৮ তারিখ রেপো রেট ঘোষণা ?
রিজার্ভ ব্যাঙ্কের সভা 6 জুন থেকে 8 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। আরবিআইয়ের মুদ্রানীতির এই সভা 6 জুন, 2022 থেকে 3 দিনের জন্য শুরু হবে। যা 8 ই জুন মুদ্রানীতি সংক্রান্ত ঘোষণার পরই শেষ হবে।


RBI MPC Meet: আগে কত রেট ঘোষণা ?
গত 4 মে মানিটারি পলিসি নিয়ে বৈঠকের পর RBI রেপো রেটের হার 40 বেসিস পয়েন্ট বাড়িয়ে 4.40 শতাংশ করে দেয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্ক ক্যাশ রিজার্ভ রেশিও বা নগদ রিজার্ভের অনুপাত 50 বেসিস পয়েন্ট 4 থেকে 4.50 শতাংশে বাড়িয়ে দেয়। এই সিআরআর বৃদ্ধি 21 মে থেকে কার্যকর হতে চলেছে। যার পরে ব্যাঙ্ক ব্যবস্থায় নগদ কমতে শুরু করবে।


RBI Policy: আবার বাড়বে ঋণে সুদের হার
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটে 40 বেসিস পয়েন্ট বৃদ্ধির পর থেকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি হোম লোন থেকে সব ধরনের লোনে ঋণের হার ধারাবাহিকভাবে বাড়িয়েছে। যার ফলে পকেটে টান পড়েছে ঋণগ্রহীতাদের।যে গ্রাহকরা ইতিমধ্যেই ঋণ নিয়েছেন তাদের EMI আরও ব্যয়বহুল হয়েছে। মনে করা হচ্ছে, জুনের বৈঠকের পরে আরও ব্যয়বহুল হবে ঋণ গ্রহীতাদের EMI। জুন মাসে, আরবিআইয়ের আবার রেপো রেট বাড়ানোর সম্ভাবনা বেশি।


আরও পড়ুন : LIC Bachat Plus Plan: এলআইসির এই প্ল্যানে পাবেন নতুন কিছু, জেনে নিন কী সুবিধা দিচ্ছে পলিসি