Savings Bank Account Closing: আপনার অব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্টই হতে পারে প্রতারণার মূল কারণ। কোনওভাবেই নিষ্ক্রিয় অবস্থায় ফেলে রাখবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে 'ইনঅ্যাক্টিভ'  ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুযোগ নিতে পারে প্রতারকরা। তাই অবিলম্বে বন্ধ করুন ফেলে রাখা অ্যাকাউন্ট। তবে অ্যাকাউন্ট বন্ধ করার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়গুলি।


আপনি যদি মাল্টিপল সেভিংস অ্যাকাউন্টটি সঠিকভাবে ব্যবহার না করেন , তবে এটি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এই পরিস্থিতিতে আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনও সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার না করেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যাকাউন্টটি বন্ধ করুন। এর পর আর কোনও সমস্যায় পড়তে হবে না। জেনে নিন, অ্যাকাউন্ট বন্ধ করার সময় কী কী গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে আপনাকে-


১ অ্যাকাউন্টে পরিষেবা চার্জ ও জরিমানা পরিশোধ করুন
আপনি যখন দীর্ঘ সময় ধরে একটি অ্যাকাউন্ট ব্যবহার না করে এতে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখেন না, তখন ব্যাঙ্ক আপনাকে কিছু জরিমানা করে। এই পরিস্থিতিতে অ্যাকাউন্ট বন্ধ করার আগে গ্রাহককে সব ধরনের সার্ভিস চার্জ ও জরিমানা দিতে হবে। এরপরেই আপনি অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন। এই কাজ করতে ব্যর্থ হলে আপনার ক্রেডিট স্কোরের উপর নেতিবাচক প্রভাব পড়বে।


২ ক্লোজার চার্জ দিতে হবে
 আপনি যদি অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে অ্যাকাউন্টটি বন্ধ করে দেন, তবে আপনাকে ব্যাঙ্কের অ্য়াকাউন্ট বন্ধের চার্জও দিতে হবে। আপনাকে কতটা ক্লোজার চার্জ দিতে হবে, তা নির্ভর করে ব্যাঙ্কের ওপর। আপনি যদি শীঘ্রই অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তবে অবশ্যই ব্যাঙ্ক অনুসারে ক্লোজার চার্জ জমা দিন।


৩ সব জায়গায় সেভিংস অ্যাকাউন্টের বিবরণ আপডেট করুন
সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার আগে আপনাকে অবশ্যই আপনার নতুন সেভিংস অ্যাকাউন্টের EPFO, IT বিভাগ বা বিমা কোম্পানির সঙ্গে আপডেট করতে হবে। অনেক সময় মানুষ এই গুরুত্বপূর্ণ কাজটি করতে ভুলে যায়। যে কারণে পরবর্তীকালে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। তাই প্রথমে অ্যাকাউন্ট সম্পর্কিত সব বিবরণ আপডেট করার চেষ্টা করুন। এই কাজ সেরেই আপনার সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করুন।


৪ EMI লিঙ্ক করা অ্যাকাউন্ট বন্ধ করুন আগে
যদি আপনার সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে কোনও সাবস্ক্রিপশন বা ইএমআই লিঙ্ক করা থাকে, তাহলে আপনাকে প্রথমে তা বন্ধ করতে হবে। অনেক সময় অ্যাকাউন্ট বন্ধ করার সময় মানুষ এসবের খেয়াল রাখেন না। বেশিরভাগ ব্যাঙ্ক তাদের গ্রাহকদের অর্থ দেওয়ার নোটিফিকেশন দেয়।  যাতে স্বয়ংক্রিয়ভাবে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। আপনি যদি এই নির্দেশ বাতিল না করেন, তাহলে আপনার পেমেন্ট সাফ হবে ও পরে এটি আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করবে।