State Bank Of India: গ্রাহকদের তথ্য় হাতাতে ফের নতুন কৌশল নিয়েছে প্রতারকরা। আপনাকে ফোন বা এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে নতুন লিঙ্ক। একবার সেই লিঙ্কে ক্লিক করলেই উধাও হতে পারে আপনার টাকা। ব্যাঙ্কে অ্যাকাউন্টের তথ্য়  হাতিয়ে এই কাজ করছে হ্যাকাররা। জেনে নিন, এই সমস্যা থেকে .কীভাবে নিজেকে রক্ষা করবেন। 


Cyber Crime: বদলে গিয়েছে পরিস্থিতি 
সময়ের সঙ্গে সঙ্গে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় এসেছে পরিবর্তন। আজকাল বেশিরভাগ ব্যাঙ্কের গ্রাহক ঘরে বসেই কাজ সেরে নেন। নেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং আমাদের কাজকে খুব সহজ করে তুলেছে। যদিও এরপরও  প্রতারণার শিকার হতে হচ্ছে ব্য়াঙ্কের গ্রাহকদের। কাস্টমারদের এই সমস্যার সমাধানে অতীতেও ব্যবস্থা নিয়েছে  দেশের  সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক। সময়ে-সময়ে সতর্ক করা হয়েছে ব্যাঙ্কের গ্রাহকদের। স্টেট ব্যাঙ্কের এই উদ্যোগকেই এবার হাতিয়ার করেছে প্রতারকরা। 


SBI Alert: কেন প্যান কার্ডকেই বেছে নেওয়া ?
প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এটি ছাড়া কোনও আর্থিক কাজের নিষ্পত্তি খুব কঠিন। আপনি যখনই কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে যান, প্রথমে আপনার কাছে আধার কার্ড ও প্যান কার্ড চাওয়া হয়। প্যান কার্ড ছাড়া অ্যাকাউন্ট খুলতে সমস্যা হবে যেকোনও গ্রাহকের। এমনকী ১৮ বছর হলেই প্যান কার্ডের পরামর্শ দেয় সরকার। 


State Bank Of India: এই বার্তা পাঠাচ্ছে প্রতারণাচক্র
 আজকাল স্টেট ব্যাঙ্কের নামে গ্রাহকদের কাছে একটি বার্তা পাঠানো হচ্ছে। যাতে ব্যাঙ্কের গ্রাহকদের প্যান কার্ড আপডেট করার পরামর্শ দিচ্ছে ঠগরা।  প্রতারকদের তরফে বলা হচ্ছে, এই আপডেট করতে ব্যর্থ হলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আপনি যদি এমন কোনও বার্তা পেয়ে থাকেন, তবে বিশ্বাস করার আগে এই বার্তাটির সত্যতা জেনে নিন। ইতিমধ্য়েই এই বিষয়ের সত্যতা যাচাইয়ে নেমেছে স্টেট ব্য়াঙ্ক।


SBI Alert: পিআইবি টুইট করে এই তথ্য জানিয়েছে
এই বিষয়ে ইতিমধ্যেই টুইট করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে পিআইবি জানিয়েছে, গত কয়েকদিন ধরে প্রতারকরা স্টেট ব্যাঙ্কের নামে গ্রাহকদের কাছে একটি বার্তা পাঠাচ্ছে। যেখানে বলা হচ্ছে , আপনি যদি আপনার অ্যাকাউন্টে প্যান নম্বর আপডেট না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক করা হবে। এর সঙ্গে  আপনাকে কল বা কোনও লিঙ্কের মাধ্যমে প্যান তথ্য আপডেট করার পরামর্শ দিচ্ছে প্রতারকরা। মনে রাখবেন, এমন কোনও মেসেজ পেলে ভুলেও বিশ্বাস করবেন না। এই বার্তা সম্পূর্ণ ভুয়ো।


Cyber Attack: এভাবে প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখুন
অতীতেও গ্রাহকদের প্রতারকদের থেকে সতর্ক করতে এই উদ্য়োগ নিয়েছে স্টেট ব্য়াঙ্ক। স্টেট ব্যাঙ্ক সর্বদা বলে এসেছে, ব্যাঙ্ক কাউকে কল বা মেসেজ করে তাদের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আপডেট করার পরামর্শ দেয় না। ব্যাঙ্ক কোনও ধরনের লিঙ্ক পাঠিয়ে  PAN-এর বিশদ বিবরণ আপডেট করতে বলে না। পাশাপাশি ব্যাঙ্ক আরও জানিয়েছে, যেকোনও ব্যক্তি সাইবার অপরাধের শিকার হলে, এই পরিস্থিতিতে সাইবার ক্রাইম সেলে ১৯৩০ নম্বরে বা রিপোর্ট.phishing@sbi.co ইমেলের মাধ্যমে এই অভিযোগ দায়ের করতে পারেন। 


আরও পড়ুন : Gratuity Update: গ্র্যাচুইটি নিয়ে বড় খবর ! এই নিয়ম শুরু হলে ১ বছর পরই পাওয়া যাবে গ্র্যাচুইটি