Share Market: দীপাবলির আবহে দেদার ছুট দিচ্ছে বাজার। শুক্রবার থেকেই জারি রয়েছে বুলদের দাপট। মঙ্গলেও সেই একই অবস্থা দেখা গেল ভারতীয় শেয়ার বাজারে। এদিন বাজার বন্ধের সময়েও জারি রইল সেই গতি। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারের গতি ও অন্যান্য দেশের থেকে ভারতের আর্থিক অবস্থা ভাল থাকাই এই উত্থান।
Stock Market Update: বাজার বন্ধের সময় কী অবস্থা ছিল সূচকের ?
মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি খুব শুভ দিন ছিল। এদিন ব্যাঙ্কিং, আইটি, এমএফসিজি খাতে এসেছে প্রচুর বিনিয়োগ। সেই কারণেই শেয়ারবাজার দারুণ গতিতে বন্ধ হয়েছে। আজ ট্রেডিং শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচকটি 550 পয়েন্ট বেড়ে 59,960 পয়েন্টে বন্ধ হয়েছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 175 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 17,486 পয়েন্টে দৌড় থামিয়েছে।
Stock Market Update: কী পরিমাণ বিনিয়োগ হয়েছে আজ ?
আজ বাজারে 3565টি শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে 2072টি শেয়ারের দাম বেড়েছে ও 1366টি শেয়ারের দরপতনের সাক্ষী হয়েছে বাজার। সেখানে 127টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি। আজ 233টি শেয়ারে আপার সার্কিট দেখা গেছে। যেখানে 145টি শেয়ার লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা। বিএসইতে তালিকাভুক্ত শেয়ারের মার্কেট ক্যাপ বেড়েছে 274.55 বিলিয়ন ডলার।
Share Market: কোন খাতে কী লাফ ?
আমরা যদি সেক্টরগুলির দিকে তাকাই তবে ব্যাঙ্কিং, অটো, আইটি, ফার্মা, এফএমসিজি, মেটাল, এনার্জি, মিডিয়া, তেল ও গ্যাসের মতো সব সেক্টরগুলিতে কেনাকাটা দেখা গেছে। মিড ক্যাপ ও স্মল ক্যাপ সূচকও বেড়েছে আজ। এদিন নিফটির 50টি স্টকের মধ্যে 40টি স্টক বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে, যেখানে 10টি স্টকের পতন হয়েছে৷ সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে 25টি শেয়ার বেড়েছে ও 5টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
Stock Market Update: আজ বেড়েছে এই স্টকগুলি
এদিন SBI 3.46 শতাংশ, আদানি পোর্টস 3.02 শতাংশ, Eicher Motors 2.78 শতাংশ, Nestle 2.47 শতাংশ, SBI Life 2.46 শতাংশ, ITC 2.42 শতাংশ, ভারতী এয়ারটেল 2.24 শতাংশ, আদানি এন্টারপ্রাইজ 2.23 শতাংশ বেড়েছে৷
Share Market: কমেছে এই স্টকগুলি
আজ এনটিপিসি 0.89 শতাংশ, এইচডিএফসি 0.75 শতাংশ, বাজাজ অটো 0.49 শতাংশ, টেক মাহিন্দ্রা 0.38 শতাংশ, ব্রিটানিয়া 0.29 শতাংশ, বিপিসিএল 0.27 শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক 0.19 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
Share Market: আজ কীভাবে খুলেছে বাজার ?
দীপাবলির আগে দুরন্ত গতি দেখাচ্ছে বাজার। সোমবারের বুল রান মঙ্গলেও বজায় রাখল ভারতের শেয়ার বাজার। মার্কিন বাজারের স্থিতাবস্থা কিছুটা হলেও আশ্বস্ত করেছে ভারতীয় বিনিয়োগকারীদের। যার ফলে 'গ্যাপ আপ ওপেনিং' দেখল দালাল স্ট্রিট।
Stock Market Live: আজ ভারতীয় শেয়ার বাজার ভাল গতির সঙ্গে লেনদেন শুরু করে। দুর্দান্ত লাভের সঙ্গে নিফটি শুরুতেই ১৭৫০০ পেরিয়েছে। বাণিজ্যও সেনসেক্সে দেখা গিয়েছে ৩০০ পয়েন্টের বেশি লাফ। এশিয়ার বাজারে নিক্কেই ছাড়া বাকি সব সূচক এদিন সবুজে লেনদেন করছে। দেশীয় বাজারে তথ্যপ্রযুক্তি ও ব্যাঙ্কের শেয়ারের জোরালো বৃদ্ধির কারণে বাজার ভাল সাপোর্ট পেয়েছে।