SBI Alert: স্টেট ব্যাঙ্কের নামে আসছে এই ভুয়ো বার্তা,সাড়া দিলেই টাকা উধাও

Cyber Fraud: গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক(SBI Alert)। ভুল করেও এই ভুল করবেন না।

Continues below advertisement

Cyber Fraud: স্টেট ব্যাঙ্কের (State Bank Of India) গ্রাহকদের নিশানা করতে ফের ভুয়ো বার্তা দিতে শুরু করেছে স্ক্যামাররা(Scam Alert)। একবার প্রতারকদের বার্তার উত্তর দিলেই ফাঁদে পড়বেন। সেই কারণে তড়িঘড়ি ব্যাঙ্কের(SBI) গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক(SBI Alert)। 

Continues below advertisement

সতর্ক বার্তায় কী বলেছে কোম্পানি
দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI তার 50 কোটি অ্যাকাউন্টধারককে অবিলম্বে সতর্ক হওয়ার বার্তা পাঠিয়েছে। যে সতর্কবার্তায় বলা হয়েছে, অনেকে গ্রাহক অ্যাকাউন্ট বন্ধ সম্পর্কে ভুয়ো বার্তা পাচ্ছেন। এসবিআই-এর তরফে এমন কোনও বার্তা পাঠানো হয়নি। সব গ্রাহকদের এই জাল বার্তাগুলি থেকে সতর্ক হওয়া উচিত। এই ধরনের মেসেজ বা কল এলে সাড়া দেবেন না।  উত্তর দিলেই প্রতারণার মুখে পড়বেন আপনি।

কী বার্তা পাঠাচ্ছে প্রতারকরা
প্রতারকদের মেসেজে লেখা হয়েছ, ''প্রিয় এসবিআই অ্যাকাউন্ট হোল্ডার, আজ আপনার অ্যাকাউন্ট ব্লক করা হবে। আপনার প্যান কার্ড নম্বর আপডেট করতে পাঠানো লিঙ্কে ক্লিক করুন।'' ব্যাঙ্ক জানিয়েছে, এই ধরনের মেসেজ এলে গ্রাহককরা যেন তাদের ব্যাঙ্কিং বিবরণ শেয়ার না করেন। কোনও ইমেল বার্তার উত্তর না দেন। আপনি যদি এই ধরনের বার্তা পান, অবিলম্বে 'report.phishing@sbi.co.in'-এ রিপোর্ট করুন। 

কী করবেন এই ধরনের মেসেজ পেলে
এসবিআই নির্দেশিকা অনুসারে, কাউকে অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, পিন বা সিভিভি নম্বর দেবেন না। তথ্য আপডেট করার সময় অ্যাকাউন্ট সক্রিয় করার সময় কল করার সময় বা ওয়েবসাইটে এই ধরনের তথ্য চাইলে তার বিরুদ্ধে অবিলম্বে অভিযোগ করুন।

Nithin Kamath: প্রতারণার নতুন ফাঁদ, এবার বাজারে এল'পিগ বুচারিং'(Pig Butchering Scams)। এক ধাক্কায় হারাতে পারেন বিপুল অঙ্কের টাকা (Money Scam) । সম্প্রতি দেশের অন্যতম শেয়ার ব্রোকিং প্লাটফর্ম জিরোধার (Zerodha) প্রতিষ্ঠাতা নীতিন কামাথের মুখে শোনা গিয়েছে এই স্ক্যামের নাম। কীভাবে এই প্রতারণা থেকে রক্ষা পাবেন জানেন ?   

কত হাজার কোটি টাকার স্ক্যাম চলছে দেশে 
পিগ বুচারিং কেলেঙ্কারির পরিমাণ দেশে কয়েক হাজার কোটি টাকা। এর মাধ্যমে জাল চাকরির অফার, প্রতারণামূলক হাই-রিটার্ন ইনভেস্টমেন্ট স্কিম এবং ক্রিপ্টো বিনিয়োগ ইত্যাদির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হয় টার্গেটকে।  

'পিগ বুচারিং' আসলে কী ?
'পিগ বুচারিং' হল এক ধরনের সাইবার স্ক্যাম, যেখানে স্ক্যামাররা একজন বন্ধু বা প্রেমিকের মতো টার্গেটের সঙ্গে মিশে জালে ফাঁসায়। এখানে প্রতারকরা বিনিয়োগ, চাকরি ইত্যাদির জন্য টাকা দেওয়ার নাম করে লোভ দেখায় সবাইকে। পরে কিছু বোঝার আগেই জালিয়াতরা টাকা হাতিয়ে চম্পট দেয়।  নামটি থেকে বোঝা যায়,Pig Butchering Scams আসলে টার্গেটকে কাটার আগে তাকে বড়সড় প্রলোভনের মাধ্য়মে প্রলুব্ধ করে।  সম্প্রতি এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন নীতিন কামাথ।

Continues below advertisement
Sponsored Links by Taboola