State Bank Of India: চলতি মাসেই রয়েছে  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক পদের পরীক্ষা। আগামী ১২, ১৯ ও ২০ নভেম্বর SBI ক্লার্ক প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই তারিখগুলি প্রয়োজনে  পরিবর্তিত হতে পারে। সর্বশেষ আপডেটের জন্য ব্যাঙ্কের ওয়েবসাইট দেখতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় মাধ্যমে মোট ৫০০৮ জনের স্থান পূরণ করা হবে। এই পরীক্ষার জন্য বিপুল সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। 


SBI Clerk Exam 2022: প্রথমে পরীক্ষার প্যাটার্ন বুঝে নিন
SBI ক্লার্ক প্রাক পরীক্ষায়, এই বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে – ইংরেজি , নিউমেরিক্যালি এবিলিটি , লজিকাল এবিলিটি । মোট পরীক্ষা ১০০ নম্বরের হবে যা সমাধান করতে এক ঘণ্টা সময় দেওয়া হবে। ইংরেজি থেকে ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন থাকবে। এছাড়া নিউমেরিক্যালি এবিলিটি , লজিকাল এবিলিটি থেকে ৩৫-৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন থাকবে। তিনটি বিভাগেই সমাধান করতে ২০ মিনিট সময় দেওয়া হবে।


State Bank Of India: এই কম সময়ে এভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন
এই সময়ে কোনও নতুন বিষয় মাথায় নেবেন না। যা আগে পড়েছেন তাই একবার আওড়ে নিন। নইলে কিছুই কাজে আসবে না।
পরীক্ষার বাকি দিনগুলিকে সময় অনুযায়ী ভাগ করে নিন। ঠিক করুন আপনি প্রতিদিন কখন কী পড়বেন। টাইম টেবিল এমন হওয়া উচিত যাতে সময় নষ্ট না হয়।
সিলেবাসটি সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ , তবে এই সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বেশি মনোযোগ দিন। 
আপনি যদি চান, তাদের মূল পয়েন্টগুলি আন্ডারলাইন করুন, যা বারবার রিভাইস করা যেতে পারে।
প্রতিদিন SBI মক টেস্টগুলি সমাধান করতে ভুলবেন না। কেউ যতই পড়াশোন করুন না কেন,অনুশীলনই একমাত্র পড়ুয়াদের নিঁখুত করে তোলে।  তাই একটি নিয়ম তৈরি করুন ও বাকি দিনগুলিতে প্রতিদিন মক পেপার সমাধান করুন।
মনে রাখবেন, শুধুমাত্র মক টেস্টগুলি সমাধান করলেই কাজ হবে না।  এগুলোর মধ্যে আপনি কোথায় ভুল করছেন, সেগুলো আলাদাভাবে নোট করুন ও তা ঠিক করার চেষ্টা করুন।
যে বিষয়টি বুঝতে পারছেন না, তা স্পর্শ করবেন না।
সঠিক গতি ও নির্ভুলতার সঙ্গে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করুন। 
মনে রাখবেন,আপনি কতক্ষণে পেপার সলভ করতে পারেন তা বার বারা দেখা উচিত।  ঘড়ি সঙ্গে নিয়ে স্মার্ট প্রযুক্তি কাজে লাগিয়ে পেপার সলভ করুন। অর্থাৎ যেটা আগে আসে আর যেটা খুব কঠিন সেটা একেবারে শেষে।
আগের বছরের প্রশ্নপত্র দেখুন, এগুলি অনেক সাহায্য করে।
ব্যাকরণের মৌলিক নিয়মগুলি সংশোধন করুন।
গণনায় যতটা সম্ভব সময় বাঁচানোর চেষ্টা করুন।
পরীক্ষার একদিন আগে খুব বেশি পড়বেন না।