Loan Costly: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে চিন্তা বাড়ল আপনার। সম্প্রতি কোটি কোটি গ্রাহকদের হতবাক করেছে  দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। এবার থেকে এক বছরের মেয়াদি ঋণের খরচ অর্থাৎ MCLR বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ১ বছরের MCLR ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। 


SBI Update: আগে ৮ .৪০ শতাংশ ছিল এই রেট। যা এখন বেড়ে দাঁড়াবে ৮.৫০ শতাংশ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমসিএলআর ঘোষণা করেছে। রবিবার অর্থাৎ ১৫ জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে এই রেট। এই বৃদ্ধির পরে গ্রাহকদের উপর বাড়ি ঋণ, গাড়ি ঋণ, শিক্ষা ঋণ ও ব্যক্তিগত ঋণ ইত্যাদির মতো অনেক ঋণের EMI-এর বোঝা বাড়বে।


MCLR 10 বেসিস পয়েন্ট বেড়েছে
এসবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে,ব্যাঙ্ক কেবল ১ বছরের এমসিএলআর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগে ব্যাঙ্কটি ১ বছরের MCLR-এ ৮.৩০ শতাংশ সুদের হার অফার করত, যা এখন বেড়ে ৮.৪০ শতাংশ হয়েছে। যেখানে, একদিনের MCLR হল ৭.৮৫ শতাংশ, ৩ থেকে ৬ মাসের MCLR হল ৮.০০ শতাংশ। ৬ মাসের MCLR হল ৮.৩০ শতাংশ,২ বছরের MCLR হল ৮.৫০ শতাংশ । পাশাপাশি ৩ বছরের MCLR হল ৮.৬০ শতাংশ৷


Loan Costly: এমসিএলআর আসলে কী ?
ফান্ড ভিত্তিক ঋণের হারের প্রান্তিক খরচ অর্থাৎ MCLR হল একটি ন্যূনতম সুদ যার উপর ব্যাঙ্কগুলি গ্রাহকদের ঋণ দেয়৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2016 সালে MCLR চালু করেছিল। MCLR হার ব্যাঙ্কগুলির মাধ্যমে নির্ধারিত হয়। যদি তা কমে বা বাড়ে, তাহলে ঋণের EMI-এ সরাসরি পার্থক্য থাকে।


SBI Update: ব্যাঙ্ক অফ বরোদাও MCLR বাড়িয়েছে
স্টেট ব্যাঙ্ক ছাড়াও দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ,ব্যাঙ্ক অফ বরোদাও তার MCLR ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। নতুন হার ১২ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই বৃদ্ধির পর রাতারাতি ব্যাঙ্ক ঋণে ৭.৮৫ শতাংশ, ১ মাসে ৮ . ১৫ শতাংশ, ৩ মাসের জন্য ৮.২৫ শতাংশ, ৬ মাসের জন্য ৮.৩৫ শতাংশ ও  ১ বছরের জন্য ৮.৫০ শতাংশের অফার পাওয়া যায়। তাই এখন থেকে হিসেব কষে মাসের বাজেট করুন।  


Face Authentication: টাকা তুলতে লাগবে ফেস আইডি,চোখের স্ক্যানিং ! শীঘ্রই সিদ্ধান্ত