Pan Card: দেশে ব্য়বসা শুরু করতে হাজারো ঝক্কি পোহাতে হবে না। প্যান কার্ডই হতে পারে আপনার'সিঙ্গল বিজনেস আইডি'। অর্থাৎ এই কার্ড দিয়েই যেকোনও ধরনের ব্যবসা শুরু করতে পারবেন বিনিয়োগকারী। 


Budget 2023: বাজেটেই হতে পারে এই সিদ্ধান্ত
বর্তমানে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক নথি। যা প্রায় প্রতিটি আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়। সমস্যা কমাতে এই প্যান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। সূত্রের খবর,আগামী বাজেটেই  প্যান কার্ডকে 'সিঙ্গল বিজনেস আইডি' হিসাবে স্বীকৃতি দিতে পারে সরকার। রিপোর্ট বলছে,সরকারের এই পদক্ষেপে সবচেয়ে বেশি সুবিধা পাবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এরফলে তাদের সম্পদ ও সময় দুটোই বাঁচাতে পারবেন। মূলত,এতে দেশের ব্যবসায়ীরা সবথেকে বেশি সুবিধা পাবেন। ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে তাদের সুবিধা হবে। এর পাশাপাশি ব্যবসার বোঝাও কম হবে।


Pan Card: 2023 সালের বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করতে পারেন
নির্ধারিত সূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী,অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় সিঙ্গল বিজনেস আইডি ঘোষণা করতে পারেন। সরকারের এই পদক্ষেপের সঙ্গে সঙ্গেই ব্যবসায়ী 'সিঙ্গল বিজনেস সিস্টেম'-এ অনেক ধরনের ফর্ম ফিলআপ থেকে মুক্তি পাবেন। সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছে প্যান কার্ড একটি 'ওয়ান স্টপ শপ'হিসাবে কাজ করবে।


Pan Card: এই একক আইডির মাধ্যমে ব্যবসায়ীরা সহজেই লাইসেন্স রিনিউ, জিএসটি রিটার্ন দাখিল করার মতো কাজ এই সিঙ্গল আইডি দিয়ে সহজেই করতে পারবেন। জেনে নিন,প্যান কার্ড হল একটি আলফা নিউমেরিক নম্বর যা সরকার একটি হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করেছে।


Budget 2023: এই আইডিগুলি ব্যবসায়িক আইডি হিসাবে ব্যবহৃত হয়
প্যান কার্ড ছাড়াও মোট ১৩টি আইডিকে ব্যবসায়িক আইডি হিসাবে স্বীকৃতি দেয় কেন্দ্রীয় ও রাজ্য সরকার। এবার থেকে'সিঙ্গল বিজনেস আইডি' হিসাবে প্যান কার্ডকে স্বীকৃতি দিতে পারে সরকার। এই আইডিটি EPFO, GSTN, আয়কর রিটার্ন নম্বর, TAN নম্বর সহ মোট ১৩টি আইডি-র বিকল্প হিসাবে কাজ করবে। যদি প্যান কার্ড সরকারের সিঙ্গল বিজনেস আইডি হিসাবে স্বীকৃত হয়, তবে আপনার এই সব আইডির আর প্রয়োজন হবে না।


আরও পড়ুন : Dream11 : ছুটির দিনে কর্মীদের 'বিরক্ত' করলে দিতে হবে ১ লাখ টাকা জরিমানা