SCSS vs Bank FD: প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিম পরিচালনা করে সরকার। সিনিয়র সিটিজেন সেভিংস (SCSS) স্কিমে টাকা জমালে আমানতকারীরা ৭.৬ শতাংশ সুদ পান। এই সুদের হার অনেক ব্যাঙ্কের FD-র সুদের হারের থেকে বেশি। এই সঞ্চয় প্রকল্পটি প্রবীণ নাগরিকদের জন্য অনেক সুবিধা দেয়, যার মধ্যে কর ছাড়ের অপশন রয়েছে। অন্যদিকে, আরবিআই রেপো রেট বহুবার বৃদ্ধির কারণে ব্যাঙ্ক এফডি-র সুদের হারও বেড়েছে। দেখে নিন, তুলনামূলক আলোচনায় কোথায় টাকা রাখলে আপনার বেশি লাভ ?


Fixed Deposit: বর্তমানে অনেক স্মল ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের এফডিতে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। যখন অনেক বড় ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের বিশেষ এফডি-তে ৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সুদের হারে এই বৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট 2.25 শতাংশ বৃদ্ধির কারণে হয়েছে। এই পরিস্থিতিতে কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে যদি বিভ্রান্তি থাকে, তাহলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) বা ব্যাঙ্ক এফডি-তে বিনিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে উভয়ের তুলনা করে আপনার সুবিধা অনুযায়ী স্কিমে বিনিয়োগ করুন। 


Bank Deposit: সেপ্টেম্বরে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের (SCSS) সুদে সংশোধন
চলতি বছরের সেপ্টেম্বর মাসে সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের কিছু স্কিমের সুদের হার পরিবর্তন করেছিল। যার মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমও ছিল। এই স্কিমে সরকার প্রতি ত্রৈমাসিকে সুদের হার পরিবর্তন করে। তবে এই সুদের হার গত কয়েক বছর ধরে অপরিবর্তিত ছিল। আগে ৭.৪ শতাংশ সুদ দেওয়া হলেও এখন ৭.৬ শতাংশ সুদ দেওয়া হয় এই স্কিমে। এই মুহূর্তে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে ৩১ ডিসেম্বরে আরেকটি ত্রৈমাসিক শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে পর্যালোচনার ভিত্তিতে সুদের হার পরিবর্তন করতে পারে সরকার।


SCSS vs Bank FD: ব্যাঙ্কে স্থায়ী আমানতের সুদের হার
RBI 2022 সালের মে থেকে রেপো রেট ২২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। বর্তমানে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ পর্যন্ত সুদের হার পাওয়া যাচ্ছে। সাউথ ব্লক সূত্রে খবর ,সরকার সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বাড়ানোর কথা ভাবতে পারে। সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বাড়ালেও সুদের হার ৯ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে না।  আজকাল দেশের বড় ব্যাঙ্কগুলি প্রবীণ নাগরিকদের ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।


Bank Deposit: কোথায় বিনিয়োগ করলে ভাল ? 
আপনি যদি উচ্চ সুদের হারের জন্য ব্যাঙ্ক এফডি-তে বিনিয়োগ করতে চান,তাহলে আপনি টাকার ঝুঁকি নিতে পারেন। সেই ক্ষেত্রে সুদের তুলনা করে ছোট ফিন্যান্স ব্যাঙ্ক বা বড় ব্যাঙ্কে বিনিয়োগ করতে পারেন। যেখানে আপনি যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে জমা করার পরিকল্পনা করেন, তাহলে সুদের সঙ্গে সঙ্গে আপনি বার্ষিক ১.৫ লাখ টাকা কর ছাড় পাবেন। ৫ বছরের মেয়াদে এখানে সহজেই বিনিয়োগ করতে পারেন। কোনও ঝুঁকি ছাড়াই এতে টাকা জমা করা যায়।


আরও পড়ুন : Financial Rules Change: রান্নার গ্যাস থেকে গাড়ির দাম ! ১ জানুয়ারি অনেক আর্থিক নিয়মে বদল