Stock Market Loss: বদলে গিয়েছে পরিস্থিতি। ১৯,০০০ গামী নিফটি মাত্র কয়েকদিনে ১৮,০০০-এর নিচে নেমে এসেছে। বাজারের সংখ্যাতত্ত্ব বলছে,গত সাত দিনে  ১৯লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। এরপরও বাজারে লগ্নি করবেন বলে ভাবছেন ?


Share Market: আরও কত ক্ষতি হবে বাজারে ?
শুক্রবার ২৩ডিসেম্বর সেনসেক্স ও নিফটি ১.৭ শতাংশ কমেছে। সাত দিনে ষষ্ঠবারের মতো পতনের সঙ্গে বন্ধ হয়েছে শেয়ারবাজার। বিনিয়োগকারীদের এতে ১৯ লক্ষ কোটি টাকা ডুবে গিয়েছে। বাজার বিশেষজ্ঞদের ধারণা,
চিন-জাপানসহ এশিয়ার অনেক দেশে করোনার প্রকোপ বৃদ্ধির ফলেই ভয়াবহ পতন দেখা গিয়েছে বাজারে।বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা ও রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধির কারণে এমনিতেই চাপে ছিল শেয়ার বাজার। এবার তার সঙ্গে কোভিডের আতঙ্ক জুড়ে যাওয়ায় আরও পতনের পথে হেঁটেছে ইন্ডিয়ান স্টক মার্কেট।


Stock Market Crash: কীভাবে বন্ধ হয়েছে বাজার ?
শুক্রবার ভারতের শেয়ার বাজারে পতনের সুনামি দেখা গেছে। বিক্রেতারা তাদের কষ্টের অর্থ হারিয়েছে। সেনসেক্স 60,000 এর নিচে ও নিফটি 18000 এর নিচে নেমে গেছে। এদিন মিডক্যাপ শেয়ারগুলিকে মারাত্মক পত ঘটে। মিডক্যাপ সূচকে 1200 পয়েন্টের পতন দেখা যায়। আজকের ট্রেডিং ডে শেষে, BSE সেনসেক্স 980 পয়েন্ট কমে 59,845-তে ও নিফটি 320 পয়েন্ট কমে 17,806 পয়েন্টে বন্ধ হয়েছে।


Stock Market Crash: বিনিয়োগকারীদের বড় ক্ষতি
শেয়ারবাজারে পতনের সুনামিতে বিনিয়োগকারীরা একদিনে আজ 8.20 লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। বৃহস্পতিবার যখন বাজার বন্ধ হয়, তখন BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ছিল 280.53 লক্ষ কোটি টাকা, যা শুক্রবারের বড় পতনের পরে 272.37 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে।


Stock Market Loss: ৭ দিনে ১৯ লাখ কোটি টাকার ক্ষতি
আমরা যদি BSE তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ দেখি, তাহলে 14 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত 18.96 লক্ষ কোটি টাকা কমেছে। 30টি সেনসেক্স স্টক সম্পর্কে কথা বললে, এর মধ্যে কেবল টাটা গ্রুপের টাইটান শুক্রবার সবুজে ট্রেড করেছে। এই স্টক 0.23 শতাংশ বৃদ্ধির সঙ্গে শেয়ার প্রতি 2488.75 টাকায় বন্ধ হয়েছে।


Share Market: এসব শেয়ারের দাম সবচেয়ে বেশি পড়েছিল
টাইটান বাদে সেনসেক্সের বাকি স্টকগুলি শুক্রবার হ্রাস পেয়েছে। সর্বাধিক পতনের কথা বললে টাটা স্টিল, টাটা মোটরস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাজাজ ফিনসার্ভ এবং উইপ্রোর শেয়ার এতে অন্তর্ভুক্ত রয়েছে। এই স্টকগুলি 2.80 শতাংশ থেকে 4.70 শতাংশে নেমে এসেছে।


আরও পড়ুন : রান্নার গ্যাস থেকে গাড়ির দাম ! ১ জানুয়ারি অনেক আর্থিক নিয়মে বদল