New Rule For Sim Card: ব্যাঙ্কে প্রতারণা ও সিম কার্ড জালিয়াতি রুখতে আরও কড়া নিয়ম আনতে চলেছে সরকার। এবার থেকে ভুয়ো কাগজপত্র দিয়ে সিম তুলতে গেলে বিপদে পড়তে হবে ঠগদের।


Bank Rule Change: বেড়েই চলেছে  ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা


রিজার্ভ ব্য়াঙ্কের পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে দেশে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দ্রুত বেড়েছে। ভুয়ো কাগজপত্র দেখিয়ে মোবাইল সিম তুলে অপরাধমূলক কাজ করছে প্রতারকরা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) রিপোর্ট বলছে, ২০২১-২২ সালে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় জড়িতের পরিমাণ ৪১,০০০ কোটি টাকা। এই প্রতারণা রুখতে দ্রুত নতুন পন্থা অবলম্বন করতে পারে সরকার।


New Rule For Sim Card: এখন থেকে এই বিষয়গুলিতে নজর রাখবে সরকার


এবার থেকে মোবাইল সিম নেওয়া ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যক্তি সম্পর্কিত সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। 


এই দুটি কাজে যাতে অন্য কোনও ব্যক্তির নথি ব্যবহার করা না যায় সেদিকে নজর দেবে সরকার।


টেলিকম অপারেটর ও ব্যাঙ্কগুলির জন্য গ্রাহকের ফিজিক্যাল ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হতে পারে।


এখন, যদি কেউ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও একটি সিম পাওয়ার জন্য একটি আবেদন করে, তবে তা অনলাইন ই-কেওয়াইসি-র মাধ্যমে আধার থেকে বিশদ তথ্য নিয়ে যাচাই করা হয়। 
পাশাপাশি কোম্পানিগুলির অ্যাকাউন্টও কেবল 'ইনকর্পোরেশন সার্টিফিকেট' দিলেই খোলা যায়।


সরকার এবার থেকে এখন নতুন সিম কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ায় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। 
এখন কেওয়াইসি নিয়ম কড়া করার কথা ভাবছে সরকার। এর আওতায় সরকার গ্রাহকের ফিজিক্যাল ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে পারে। 
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও মোবাইল সিম নেওয়ার সুবিধা, যা বর্তমানে আধার যাচাইকরণের মাধ্যমে দেওয়া হচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে।


সরকার শীঘ্রই টেলিকম অপারেটর ও ব্যাঙ্কগুলিকে নতুন নিয়ম কার্যকর করতে বলতে পারে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক অর্থ ও টেলিকম মন্ত্রকের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেছে। শীঘ্রই শুরু হয়ে যেতে পারে নতুন নিয়ম।


আরও পড়ুন : Cyber Crime: গুগলে সার্চ করে কাস্টমার কেয়ারের নম্বর নিচ্ছেন ? চরম মূল্য চোকাতে হতে পারে আপনাকে