Sukanya Samriddhi Yojona: কেন্দ্র সরকারের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা যা মূলত শিশুকন্যার আর্থিক সহায়তা দানের কথা মাথায় রেখে শুরু করা হয়েছে। কেন্দ্র সরকারের 'বেটি বাঁচাও, বেটি পড়াও' অভিযানের অধীনেই ২০১৫ সালে প্রথম এই সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করা হয়। একেবারে ছোট বয়স থেকে শিশু কন্যার জন্য সঞ্চয় করার সুবিধে দেয় এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুদের হারও তুলনায় অনেক বেশি এই প্রকল্পে। এই সুকন্যা সমৃদ্ধির (Sukanya Samriddhi Yojona) অ্যাকাউন্ট কোনও সময় নিষ্ক্রিয় হয়ে গেলে কীভাবে ফের চালু করবেন ?


পোস্ট অফিস বা কোনও ব্যাঙ্কে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যায়। প্রতি বছর ন্যূনতম কিছু টাকা এই অ্যাকাউন্টে জমা দিতে হয়, নাহলে অ্যাকাউন্ট (Sukanya Samriddhi Yojona) নিষ্ক্রিয় হয়ে যায়। তবে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আবার পুনরুদ্ধার করা যায় কিছু পদ্ধতি অবলম্বন করলে। এই অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতেই হবে অ্যাকাউন্ট সচল রাখার জন্য। এই টাকা না থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে তা ফেরত চালু করার জন্য পোস্ট অফিস বা ব্যাঙ্ক যেখানে এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেখানে যেতে হবে গ্রাহককে।


তারপর অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নম্বরের উল্লেখ করে একটি লিখিত আবেদন করতে হবে সেখানে অ্যাকাউন্ট (Sukanya Samriddhi Yojona) চালু করার জন্য। এর জন্য ৫০ টাকা জরিমানাও দিতে হবে গ্রাহককে। সমস্ত জরিমানা ও এরিয়ার কিছু থাকলে তা জমা করার পর পুনরায় চালু হয়ে যাবে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট। তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে এক্ষেত্রে।


প্রথমত ৩ বছরের কম সময় নিষ্ক্রিয় থাকলে তবেই এই SSY অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যাবে।


৩ বছর টানা নিষ্ক্রিয় পড়ে থাকলে এই অ্যাকাউন্ট আর পুনরুদ্ধার করা যাবে না।


এক্ষেত্রে যে পরিমাণ টাকা জমা থাকবে অ্যাকাউন্টে তা সরকারের কোষাগারে জমা পড়ে যাবে, আর ফেরত পাওয়া যাবে না।


বর্তমানে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্টে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই অ্যাকাউন্টে আপনি বছরে ন্যূনতম ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারেন। আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে এই অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ও পাওয়া যায়।


আরও পড়ুন: Income Tax: আয়কর জমা করছেন ? এই ৮ ভুল থেকে সাবধান