IRCTC Ticket Booking: আপনিও যদি আইআরসিটিসির মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করে থাকেন তাহলে এই আপডেটটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC Ticket Booking) তরফ থেকে সম্প্রতি ২ কোটিরও বেশি অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে সন্দেহজনক হিসেবে। আপনার অ্যাকাউন্টও বন্ধ হতে পারে এই কাজ করলে। ফলে এই সিদ্ধান্তের পরে আপনার এখনই যাচাই করে নেওয়া উচিত (Aadhaar Seeding) এই ভুল আপনিও করছেন কিনা টিকিট বুকিংয়ের সময়। আর দেখে নিতে হবে আপনার আপনার অ্যাকাউন্টে আধার সংযোগ রয়েছে কিনা।

Continues below advertisement

যে সমস্ত যাত্রীরা তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করেন, তাদের জন্য সুবিধে করে দিতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্র। রেলওয়ে অনলাইন টিকিট বুকিং করার জন্য বট বা স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করছে এমন গ্রাহকদের (IRCTC Ticket Booking) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। রেলওয়ে কর্তৃক তৈরি একটি বিশেষ কৃত্রিম-বুদ্ধিমত্তাচালিত সফটওয়্যার ব্যবহার করে গত ৬ মাসে ২.৪ কোটিরও বেশি অ্যাকাউন্ট শনাক্ত করেছে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করেছে। আরও ২০ লক্ষ অ্যাকাউন্ট সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে সেই সমস্ত অ্যাকাউন্ট আধার ও নথি যাচাইয়ের জন্য পর্যালোচনার অধীনে রয়েছে।

বর্তমানে আইআরসিটিসির অধীনে সক্রিয় রয়েছে ১৩ কোটি গ্রাহকের অ্যাকাউন্ট, কিন্তু এদের মধ্যে মাত্র ১.২ কোটি অ্যাকাউন্টই আধার-যাচাইকৃত। আইআরসিটিসি সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত নন-আধার অথেন্টিকেটেড অ্যাকাউন্টগুলিকে নিরীক্ষণ করা হবে। যদি সন্দেহজনক কিছু মনে হয়, তাহলে এই সমস্ত অ্যাকাউন্টগুলি স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

Continues below advertisement

টিকিট বুকিংয়ের (IRCTC Ticket Booking) ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং গ্রাহকদের সুবিধে দিতে, IRCTC আধার-লিঙ্কড অ্যাকাউন্ট করতে বলেছে গ্রাহকদের। তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে প্রথম ১০ মিনিটে কেবলমাত্র আধার-যাচাইকৃত অ্যাকাউন্টগুলিকেই প্রাধান্য দেবে আইআরসিটিসি। এই উইন্ডোতে কোনও অথরাইজড এজেন্টও টিকিট বুকিং করতে পারবেন না। আর এর মাধ্যমেই নিত্যযাত্রীদের জন্য তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টে আধার সংযোগ বা আধার যাচাইকরণ করাটা বাধ্যতামূলক করে দিয়েছে।

কী করতে হবে আপনাকে

আপনার টিকিট বুকিংয়ে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আপনার IRCTC অ্যাকাউন্টে দ্রুত আধার যাচাইকরণ করে নিতে অনুরোধ করা হচ্ছে। এর ফলে মসৃণভাবে পরিষেবা পাবেন আপনি এবং আকস্মিক অ্যাকাউন্ট বন্ধ হওয়া আটকানো যাবে এর মাধ্যমে।