Share Gifting: সম্প্রতি সংবাদে জানা গিয়েছে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নারায়ণ মূর্তি তাঁর ৪ মাস বয়সের নাতি একাগ্রকে ২৪০ কোটি টাকার শেয়ার উপহার (Share Gifting) দিয়েছেন। একাগ্র এখন ইনফোসিস সংস্থার ০.০৪ শতাংশ স্টেক হোল্ডার। নাতিকে উপহার দেওয়ার রীতি বহুকালের। সোনা-দানা, টাকা কিংবা অন্যান্য সম্পদ অনেকেই উপহার দিয়ে থাকেন আবার কেউ কেউ নারায়ণ মূর্তির মত শেয়ার উপহার (Tax Calculations) দিয়ে থাকেন নাতিকে। এক্ষেত্রে প্রশ্ন আসে যে, যিনি শেয়ার উপহার দিচ্ছেন আর যাকে দিচ্ছেন, তাঁদের উপর কি কর আরোপের কোনও বিষয় রয়েছে ? শেয়ার উপহারে দিলে কি কর দিতে হয় ?
তাৎক্ষণিকভাবে কর প্রদেয় নয়
এক্ষেত্রে আয়কর আইনে বলা হয়েছে, যাকে শেয়ার উপহার দেওয়া হচ্ছে, তিনি যদি উপহারদাতার আত্মীয় হন, তাহলে উপহার প্রাপককে কোনও রকম কর দিতে হবে না। তিনি নাবালক হোন বা সাবালক এক্ষেত্রে নিয়ম একই থাকবে। কর (Tax Calculations) দিতে হবে না। আর যদি কোনও অনাত্মীয় কারও কাছ থেকে এই শেয়ার উপহার হিসেবে আসে এবং তাঁর মূল্য ৫০ হাজার টাকার বেশি হয়, তাহলে তা আয়কর আইনের আওতায় করযোগ্য বলে বিবেচিত হবে।
নাবালকদের ক্ষেত্রে, তাঁর বাবা-মায়ের মধ্যে যারা উপার্জন বেশি তাঁর আয়ের অংশ হিসেবেই বিবেচিত হবে এবং আয়কর আইনের ৬৪ নং ধারায় করযোগ্য হবে। তবে এই শেয়ার উপহার থেকে পরবর্তীকালে যদি কোনও আয় বা মুনাফা হয়, সেক্ষেত্রে সেই আয় বা মুনাফার উপর কর ধার্য হবে। শেয়ার (Share Gifting) প্রাপক নাবালক হলে দাতার বদলে, প্রাপকের বাবা-মা এক্ষেত্রে করের আওতায় পড়বেন।
শেয়ার বিক্রিতে করের আরোপ
নাবালক কেউ শেয়ার উপহার পেলে, তিনি তাঁর বাবা-মায়ের সহায়তায় সেই শেয়ার বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে ক্যাপিটাল গেইনের উপর ১০ শতাংশ কর দিতে হবে। যদিও এই ক্যাপিটাল গেইন ১ লক্ষ টাকার বেশি হলে তবেই কর দিতে হবে। এই শেয়ার যদি প্রাপক এক বছরের বেশি ধরে রাখার পর বিক্রি করেন, সেক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে।
ডিভিডেন্ডে কী হবে
উপহার পাওয়া শেয়ারে ডিভিডেন্ড এলে সেই ডিভিডেন্ড করযোগ্য হবে কিন্তু সেই করের আওতায় পড়বে না প্রাপক, যদি তিনি নাবালক হন। সেক্ষেত্রে সেই কর (Share Gifting) দিতে হবে তাঁর বাবা-মায়ের মধ্যে যার উপার্জন বেশি তাঁকে।
আরও পড়ুন: Petrol Diesel Price: পেট্রোলের দাম কোথায় বাড়ল, কোথায় কমল ? কলকাতায় কতটা সস্তা জ্বালানি তেল ?