Strong Password Set: স্মার্টফোন এখন প্রায় সকলের হাতেই রয়েছে। এই স্মার্টফোন সুরক্ষিত রাখার প্রথম চাবিকাঠি স্ট্রং অর্থাৎ শক্তিশালী পাসওয়ার্ড (Password)। শুধু ফোন কেন, কম্পিউটার হোক বা ট্যাব, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক বা অনলাইনে কোনও ওয়েবসাইটে খোলা অ্যাকাউন্ট- সব ক্ষেত্রেই সুরক্ষার প্রাথমিক পর্যায় একটা ভাল পাসওয়ার্ড (Strong Password) সেট করা। মূলত স্ট্রং অর্থাৎ শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে পারলে ইউজার বেশি সুরক্ষিত থাকবেন। তবে এই পাসওয়ার্ড তৈরির সময় অর্থাৎ সেট করার ক্ষেত্রে আমরা অজান্তেই কিছু ভুল করে ফেলি। কীভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন? কী কী ভুল করবেন না- সেগুলো দেখে নেওয়া যাক।
- নাম, ফোন নম্বর, জন্ম তারিখ - এইসব সাধারণ তথ্য যা আপনার ব্যক্তিগত তথ্য - এগুলো দিয়ে পাসওয়ার্ড তৈরি করা উচিত নয়। কারণ হ্যাকাররা এইসব তথ্য সহজে হাতিয়ে নিতে পারে। অতএব পাসওয়ার্ড সেট করার সময় নিজের নাম, ফোন নম্বর, জন্ম তারিখ এইসব তথ্য এড়িয়ে চলা মঙ্গলের।
- শক্তিশালী বা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে চাইলে তার মধ্যে ব্যবহার করুন ক্যারেক্টার। অর্থাৎ @, # - এই জাতীয় ক্যারেক্টার ব্যবহার করতে হবে। সংখ্যার সঙ্গে অক্ষর মিলিয়ে মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করা প্রয়োজন। তাহলে হ্যাকাররা সহজে আপনার পাসওয়ার্ডের হদিশ পাবে না। ব্লক লেটার, স্মল লেটার ব্যবহার করতে পারেন পাসওয়ার্ডে। ব্যবহার করতে পারেন একটু অজানা, অচেনা শব্দ।
- সর্বত্র একই পাসওয়ার্ড রাখবেন না। ইউজাররা মনে রাখার সুবিধার জন্য একই পাসওয়ার্ড একাধিক মাধ্যমে ব্যবহার করে থাকেন। তবে এমনটা করা উচিত নয়। আগে ব্যবহার হয়েছে এমন পাসওয়ার্ড আর ব্যবহার না করাই ভাল।
- পাসওয়ার্ড ভুলে গেলে তা রিট্রিভ করার বা ফিরে পাওয়া যায়। অনেকসময়েই এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন বেছে রাখা হয়। এই প্রশ্ন খুব সহজ ভাবে তৈরি না করাই ভাল। খুব জটিল পাসওয়ার্ড দিলে আপনি ভুলে জেতে পারেন। তাই নিজে মনে রাখতে পারবেন এমন পাসওয়ার্ড সেট করুন। প্রয়োজনে সুরক্ষিত এবং নিরাপদে থাকবে এমন জায়গায় সব পাসওয়ার্ড লিখে রাখতে পারেন। তবে নিজের পাসওয়ার্ড কারও সঙ্গেই শেয়ার করবেন না।
যত দিন যাচ্ছে ক্রমশ বাড়ছে অনলাইন প্রতারণা। তাই সতর্ক থাকা প্রয়োজন। অতএব পাসওয়ার্ড সেট করার বিষয়ে সাবধান থাকুন। কারণ হ্যাকারদের হাতে আপনার পাসওয়ার্ড পৌঁছলে বিপদে পড়বেন আপনি।
আরও পড়ুন- ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নিতে হাসপাতালে ফোন, মহিলা খোয়ালেন লক্ষাধিক টাকা!