UAN-AADHAAR Link Last Date: ২৪ ঘণ্টার মধ্যে এই কাজ না করলে ভুগতে হবে আপনাকেই। ৩১ ডিসেম্বরের মধ্যে UAN-AADHAAR Link না করলে সমস্যায় পড়বেন আপনি। জেনে নিন কীভাবে করতে হবে এই কাজ।


UAN-AADHAAR Link: আপনি যদি আধার কার্ডের সঙ্গে EPFO (Employee Provident Fund Organisation)-এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) লিঙ্ক না করে থাকেন, তাহলে এখনই সেরে ফেলুন এই কাজ। ৩১ডিসেম্বরের মধ্যে কর্মী সংগঠনের সদস্যদের করতে হবে এই কাজ। 


EPFO Update: লিঙ্ক না হলে টাকা পেতে সমস্যা
EPFO-র ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে আধার (Aadhar)নম্বর লিঙ্ক না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কোম্পানি থেকে আসা বরাদ্দ বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, EPFO থেকে আপনার অর্থ তুলতে গিয়েও সমস্যার সৃষ্টি হবে। যদি EPF অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্ট আধার নম্বরের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে EPFO-এর সব পরিষেবা থেকে বঞ্চিত হবেন আপনি।


UAN-AADHAAR Link:  বেড়েছিল মেয়াদ
৩০ নভেম্বর UAN-AADHAAR Link-এর শেষ তারিখ থাকলেও ১ মাস এই সময় বাড়ানো হয়।এই সময়সীমা ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। করোনা মহামারীর জন্যই শ্রমমন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিস। 


UAN-Aadhar Linking: কীভাবে করবেন এই লিঙ্ক


প্রথমে আপনাকে EPFO ​​পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ যেতে হবে।


UAN লিখুন ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।


ম্যানেজ সেকশনে KYC-র অপশনে ক্লিক করুন।


পরে পেজ খুললে আপনার EPF অ্যাকাউন্ট লিঙ্ক করার সঙ্গে আরও বিকল্প দেখতে পাবেন।


এই অপশন থেকে আধার বিকল্পটি নির্বাচন করুন। এবার আপনার আধার নম্বর ও নাম লিখে সেভ করুন।


এখানে আপনার দেওয়া তথ্য সেভ করা হবে। তারপর UIDAI-এর ডেটা দিয়ে আপনার আধার যাচাই হবে।


শেষে আপনার KYC নথি সঠিক পাওয়া গেলে আপনার আধার নম্বর অটোমেটিকভাবে আপনার EPF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।


এবার আধারের তথ্যের সামনে Verify লেখা দেখতে পাবেন।


UAN নম্বর কী ?  
কোনও কর্মচারী EPFO-তে রেজিস্টার করার সঙ্গে সঙ্গে কর্মচারী এই সংগঠনের সদস্য হয়ে যান। সদস্যপদ পাওয়ার পরই তাঁকে একটি ১২ সংখ্যার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) দেওয়া হয়। এই নম্বরের সাহায্যে EPFO-র সুবিধা পান ওই কর্মচারী। UAN নম্বরের সাহায্যে একজন কর্মচারী তার PF অ্যাকাউন্টের পাসবুক অনলাইনে দেখতে পারবেন। পাশাপাশি তিনি অনলাইনে তার PF (Provident Fund) ব্যালেন্স চেক করার সুযোগ পাবেন। প্রয়োজনে নমিনেশেনে ব্যক্তির নাম আপডেট করতে পারবেন এই নম্বরের মাধ্যমে।