UIDAI Alert: আপনার আধার কার্ডেও উঁকি দিচ্ছে প্রতারকরা। ব্যবহারকারীদের তাই আগেভাগেই সতর্ক করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ঠগদের প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই মেনে চলুন এই পরামর্শ।
Aadhaar Card Fraud: দরকারি নথিপত্র
আধার কার্ড এখন সারা দেশের সব বাসিন্দাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে বা কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিতে অবশ্যই দেখাতে হয় এই নথি। সেই ক্ষেত্রে আধার কার্ড সবার জন্যই বাধ্যতামূলক করা হয়েছে। এখন আধার কার্ড কেবল বড়দের জন্য নয়, শিশুদের জন্যও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। আধারের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার কারণে এর মাধ্যমে আর্থিক জালিয়াতি বা প্রতারণার ঝুঁকিও দিন দিন বাড়ছে।
UIDAI Alert: জালিয়াতির জন্য সতর্কতা
আধার কার্ডের কারণে আপনি যদি কোথাও প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে আপনাকে দ্রুত এই তথ্যটি UIDAI-এর কাছে পাঠাতে হবে। এর মাধ্যমে আপনি ভবিষ্যতে প্রতারণা, আর্থিক ক্ষতি ও প্রতারণার ঝুঁকি থেকে রক্ষা পাবেন। কোনও অপরিচিত ব্যক্তিকে আধার কার্ড সংক্রান্ত তথ্য জানাবেন না। এই সংক্রান্ত তথ্য নিজের কাছেই রাখুন।
UIDAI এই পরামর্শ দিয়েছে
UIDAI আধার কার্ড হোল্ডারদের ই-আধার ডাউনলোড করতে ইন্টারনেট ক্যাফে বা অন্য কোনও পাবলিক কম্পিউটার ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। যে কম্পিউটারে আপনি প্রয়োজনীয় কাজের জন্য ই-আধার ডাউনলোড করেছেন , সেই কম্পিউটারে ফাইলটি ফেলে রাখবেন না। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটি মুছে ফেলুন। এখানে আপনাকে মনে রাখতে হবে যে, ই-আধার কপি মুছে ফেলার পরে এটি রিসাইকেল বিন থেকেও মুছে ফেলুন। যাতে কেউ এটির অপব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখুন।
Aadhaar Card Fraud: কীভাবে আধার সুরক্ষিত রাখা যায় ?
দেশ জুড়ে জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় আধার কার্ডের ব্যবহার নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন উঠছে। এই বিষয়ে জনগণকে সতর্ক করছে আধার কর্তৃপক্ষ। UIDAI বলেছে, একজন ব্যক্তি যদি আপনার আধার কার্ডের ১২ ডিজিটের নম্বর পায়, তবে সে কেবল এই নম্বর দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। আপনি যদি আপনার আধার কার্ডকে আরও সুরক্ষিত করতে চান, তাহলে আপনি মাস্কড আধারও ব্যবহার করতে পারেন। মাস্কড আধারে, আপনার ১২ সংখ্যার আধার নম্বরের প্রথম ৮ টি সংখ্যা লুকনো থাকে। সেখানে কেবল শেষের ৪ টি সংখ্যা দেখা যায়। যার ফলে আপনার আধারের নম্বর দেখতে পাবে না জালিয়াতরা।