UPI Disruption: ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পরিষেবা ব্যাহত হয়েছে। বুধবার সন্ধ্যায় অনেকেই অনলাইন পেমেন্ট করতে গিয়ে পড়েছেন সমস্যায়। ডিজিটাল ট্রানজাকশনে দেখা দিয়েছে অসুবিধা। একাধিক ইউপিআই পেমেন্ট প্ল্যাটফর্মেই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। গুগল পে, ফোন পে এবং পেটিএম- এই তিনটি ইউপিআই অ্যাপের মাধ্যমেই টাকার লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েছেন ইউজাররা। ভারতের একাধিক জায়গায় ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। 


আচমকাই কেন ইউপিআই পেমেন্টে সমস্যা দেখা গিয়েছে 


ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এক্স মাধ্যমে এই সমস্যার উল্লেখ করে জানিয়েছে, এনপিসিআই কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে এবং তার জেরেই ইউপিআই পরিষেবা আংশিক ভাবে ব্যাহত হয়েছে। তবে সমস্যার সমাধান করা হয়েছে। স্থিতিশীল হয়েছে পরিষেবা। ইউজারদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে এনপিসিআই কর্তৃপক্ষ। 



কত সংখ্যক ইউজার ইউপিআই পরিষেবা ব্যাহত হওয়ার ফলে প্রভাবিত হয়েছেন 




DownDetector- এর রিপোর্ট অনুসারে ২৭৫০টি অভিযোগ জমা পড়েছে বুধবার ২৬ মার্চ, ২০২৫ সন্ধে ৭টা ৫ মিনিট পর্যন্ত। এইসব অভিযোগে ইউপিআই পরিষেবা ব্যাহত হওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে ২৯৬টি রিপোর্ট গুগল পে ইউজারদের। ১১৯টি অভিযোগ এসেছে পেটিএম অ্যাপের তরফে। এর পাশাপাশি আলাদা করে ৩৭৬টি অভিযোগ এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই- এর মাধ্যম থেকে। বেশিরভাগ এসবিআই গ্রাহকই অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন। 


ইউপিআই পরিষেবায় ১ এপ্রিল থেকে আসছে নতুন নিয়ম 


সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একটি নতুন নিয়ম করেছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে UPI পরিষেবাগুলি 1 এপ্রিল 2025 থেকে ইন্যাক্টিভ বা রিইউসড মোবাইল নম্বরগুলিতে কাজ করবে না৷ আর্থিক জালিয়াতি বা অননুমোদিত লেনদেন রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 


এনপিসিআই-এর মতে, যদি কোনও মোবাইল নম্বর 90 দিনের জন্য ব্যবহার না করা হয়, তবে এটি সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ডিলিঙ্ক করা হবে। এর উদ্দেশ্য হল UPI সিস্টেমের নিরাপত্তা বাড়ানো ও জালিয়াতির ঝুঁকি কমানো। সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।