কলকাতা: পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে, এবার বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। প্রতিবছরই ভোটার তালিকায় নাম তোলা, নাম সংশোধন করার কাজ চলে। বাড়ি বাড়ি এসে তথ্য় সংগ্রহের কাজ চলে।


আগামী নির্বাচনের জন্য এখন থেকেই শুরু হয়েছে কাজ। ভোটার তালিকা কী রয়েছে, ভোটার তালিকায় নাম ভুল থাকলে বা কার্ডে ভুল থাকলে তা ঠিক করা সম্ভব। অনলাইনেই সেই আবেদন করা যায়, ফর্ম পাওয়া যায়। 


ভোটার আইডি তালিকা:
রাজ্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মিলবে। সেখানে নিয়ে Electoral Roll- অপশন ক্লিক করবেন। সেখানে বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন। তারপর ড্রাফট রোল সিলেক্ট করবেন। তারপরেই ভোটার তালিকা মিলবে। 


EPIC নম্বর দিয়ে খোঁজ:


https://ceowestbengal.nic.in/SpecialSummaryRevision এই ওয়েবসাইটে গেলেই মিলবে ভোটার তালিকা। সেখানে ক্লিক করে পেয়ে যাবেন্ আপনার তালিকা।  


এছাড়াও ওই ওয়েবসাইট থেকেই মিলবে নাম তোলা এবং ত্রুটি সংশোধনের একটি লিঙ্ক সেটা ক্লিক করলেই চলে যাবেন https://voters.eci.gov.in/ এই পেজে। সেখানে নতুন রেজিস্ট্রেশন, ঠিকানা বদল বা তথ্যগত সংশোধনের জন্য আবেদনের লিঙ্কও পাবেন। এছাড়াও এই পেজে গেলেই দেখতে পাবেন ভোটার তালিকায় নাম বাদ গেলে তার আপত্তি করে অভিযোগ করার জায়গাও। 


এছাড়াও এই পেজ থেকে পাবেন কোন কাজের জন্য কোন ফর্ম ব্যবহার করতে হবে তার খোঁজও।          


তথ্য় সংশোধন কীভাবে?       


Shifting of residence/correction of entries in existing electoral roll/replacement of EPIC/marking of PwD
এই ট্যাবে ক্লিক করলেই https://voters.eci.gov.in/login এই পেজে যাবেন, সেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ভোটার কার্ড নম্বর এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। তারপর লগ ইন করে সংশোধনের কাজ শুরু করা যাবে। নির্দিষ্ট তথ্য সংশোধনের জন্য নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেটা ফিল আপ করে সাবমিট অপশন ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। এরপরে সেই আবেদন ট্র্যাকও করা সম্ভব।


আবেদন কোন পর্যায়ে রয়েছে, সেটাও Track your Application Status -ট্যাবে গিয়ে দেখতে পারবেন। সেখানে রেফারেন্স নম্বর এবং কমপ্লেইন্ট আইডি দিলেই পেয়ে যাবে খতিয়ান। এই সাইটের মাধ্যমেই আপনার পোলিং স্টেশন কোনটি সেটাও খুঁজে বের করা সম্ভব।


আরও পড়ুন: ৪ বছরে জাপান, জার্মানিকে পিছনে ফেলে দেবে ভারত, অর্থনীতিতে আসবে 'সুনামি'