Aadhar And PAN Card: বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ দু'টি নথি। প্রায় সমস্ত ধরনের সরকারি সুবিধা পাওয়ার জন্যই সরকারের তরফে আধার কার্ড থাকা জরুরি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ব্যাঙ্কের যাবতীয় কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নথি হল প্যান কার্ড। তাই আজকাল প্রায় কেউই আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়ে ফেলতে দেরি করেন না। কিন্তু কখনও ভেবে দেখেছেন কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে কী করা হয়? হয়তো অনেকের মনেই এইসব প্রশ্ন ওঠে, তবে সদুত্তর হয়তো জানা নেই। চলুন জেনে নেওয়া যাক, কোনও ব্যক্তির মৃত্যুর পর আধার কার্ড এবং প্যান কার্ডের কী হয়। 


মৃত্যুর পর ওই ব্যক্তির আধার কার্ডের কী হয় 


কোনও ব্যক্তি মারা গেলে,তাঁর আধার কার্ড বাতিল করার কোনও প্রক্রিয়া নেই। কিন্তু একথা ঠিক যে, যেকোনও মৃত ব্যক্তির যাবতীয় নথিপত্রের সঠিক দেখভালের প্রয়োজন রয়েছে। বলা ভাল, মৃত ব্যক্তির নথির সঠিক ভাবে বাতিল হওয়া প্রয়োজন। এমনিতে মৃত ব্যক্তির আধার কার্ড বাতিলের কোনও নিয়ম নেই। তবে মৃতের পরিবার চাইলে, মৃত ব্যক্তির মৃত্যুর প্রমাণপত্র ইউএডিএআই- এর ওয়েবসাইটে জমা দিতে পারেন। এর ভিত্তিতে ইউএডিএআই কর্তৃপক্ষ মৃত ব্যক্তির আধার কার্ড বাতিল করতে পারে। তবে মৃত ব্যক্তির আধার কার্ড বাতিল করতে হলে, ওই ব্যক্তির পরিবারের তরফেই উদ্যোগ নিতে হবে। 


মৃত্যুর পর ওই ব্যক্তির প্যান কার্ডের কী হয় 


কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর প্যান কার্ড সারেন্ডার করা সম্ভব, নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে। নিজে থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় না। এর জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। একজন ব্যক্তি যতক্ষণ না শেষবারের মতো আইটিআই ফাইল করছেন, ততক্ষণ পর্যন্ত ট্যাক্স সংক্রান্ত কাজে প্যান কার্ড ব্যবহার করা যায়। অর্থাৎ একটি প্যান কার্ড ট্যাক্স সংক্রান্ত কাজে ততদিন পর্যন্ত ব্যবহার করা যায়, যতদিন পর্যন্ত না একজন ব্যক্তি তাঁর শেষ আয়কর রিটার্ন ফাইল করছেন। কিন্তু কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবারের লোকজন সেই খবর আয়কর বিভাগ, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানিয়ে প্যান কার্ড সারেন্ডার করতে পারেন। সাধারণত মৃত ব্যক্তির প্যান কার্ড ব্যবহার করা যায় না। কিন্তু বিশেষ কিছু পরিস্থিতিতে যেমন, বকেয়া ঋণ বা আয়কর রিটার্নের মতো কিছু পরিস্থিতিতে নমিনি ওই প্যান কার্ড ব্যবহার করতে পারেন।