2022 Skoda Kodiaq Facelift: দেশে বাজারে দাপিয়ে বেড়াচ্ছে সাত আসনের এসইউভি সেগমেন্ট। নিত্যদিন এই সেগমেন্টকে টার্গেট করে গাড়ি লঞ্চ করছে বিভিন্ন কোম্পানি। এবার এই তালিকায় নয়া সংযোজন Skoda Kodiaq Facelift। স্কোডা কুশাকের পর আসল এসইউভির সেগমেন্টে এই গাড়ি বড় বাজি হতে পারে স্কোডার। 


Skoda Kodiaq Facelift: ভারতের বাজারে এই ফেসলিফটেড মডেল আনার আগে প্রস্তুতি সেরে নিয়েছে স্কোডা। ৭ আসনের এই গাড়িতে রয়েছে Style, SportLine ও Laurin & Klement-এর মতো ভ্যারিয়েন্ট। এই এসইউভির দাম শুরু হচ্ছে ৩৪.৯৯ লক্ষ টাকা থেকে। গাড়ির সবথেকে প্লাস পয়েন্ট , এতে পাবেন  2.0 TSI engine । যা 140kW (190 PS) ও 320Nm টর্ক প্রোডিউস করে।


এই গাড়ির স্ট্যানডার্ড মডেলেই পাবেন ৭ স্পিড ও অল হুইল ড্রাইভ। আগের জেনারেশনে ছিল একটি ডিজেল ইঞ্জিন। যাতে এবারও টার্বো পেট্রল মোটর ব্যবহার করা হয়নি। এবার নতুন  2022 Skoda Kodiaq Facelift-এ দেওয়া হয়েছে ডায়নামিক চেসিস কন্ট্রোল (DCC)। Laurin & Klement ছাড়াও টপ এন্ড মডেলে এই ফিচার দেখতে পাওয়া যায়। চালককে এই গাড়িতে Eco, 
Comfort, Normal, Sports, Snow মোড দিয়ে থাকে গাড়ি। নিজের পছন্দ মতো এই মোডে কোডিয়াক চালাতে পারবেন চালক।


2022 Skoda Kodiaq Facelift: সামনে দেখতে কেমন গাড়ি ?
গাড়ির সবথেকে বড় আকর্ষণ এর হেক্সাগোনাল গ্রিল। যা সামনে দিয়েছে কোম্পানি। এই গ্রিল পুরোটাই ক্রোমে দেওয়ায় গাড়ি আরও আকর্ষণীয় লাগছে। গাড়িতে নতুন এলইডি হেডল্যাম্প ছাড়াও দেওয়া হয়েছে সিগনেচার ডিআরএলস। পাশাপাশি গাড়ির আকর্ষণ বাড়িয়েছে নতুন অ্যালোয় হুইল। পিছনেও নতুন ডায়নামিক টার্ন ইন্ডিকেটরস দিয়েছে কোম্পানি। যা এক নজরে দেখতেই চোখে পড়তে বাধ্য।


কোডিয়াক একটি 7-সিটার এসইউভি।যাতে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ একটি আপডেটেড কেবিন দেওয়া হয়েছে। গাড়িতে রয়েছে নতুন দুটি স্পোকের স্টিয়ারিং হুইল। L&K ইত্যাদির জন্য স্টোন বেইজ চামড়ার সামগ্রী ব্যবহার করা হয়েছে গাড়িতে। স্পোর্টলাইনে সব কালো সোয়েড ইন্টেরিয়র, একটি 3-স্পোক ফ্ল্যাট স্টিয়ারিং ছাড়াও আরও সাইড বোলস্টারিং, ইন্টিগ্রেটেড হেডরেস্ট ও চওড়া কাঁধের সাপোর্ট পাবেন গাড়ি।


আরও বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে L&K-তে ইনবিল্ড কুলিং ও হিটিং সহ বৈদ্যুতিক আসন। MySKODA CONNECT অ্যাপের সাথে এই কোম্পানিতে পাবেন ওয়্যারলেস স্মার্টফোন সংযোগ, USB টাইপ সি পোর্ট, 9টি এয়ারব্যাগ, হ্যান্ডস ফ্রি পার্কিং, 360- ডিগ্রি ক্যামেরা, 12-স্পিকার অডিও সিস্টেম, প্যানোরামিক সানরুফ ইত্যাদি। এই মুহূর্তে এটিই একমাত্র 7-সিটার প্রিমিয়াম পেট্রল এসইউভি যার কোনও প্রতিদ্বন্দ্বী নেই।