Yamaha FZS 25 2022: আর অপেক্ষা করতে হবে না। ভারতে তাদের সবথেকে জনপ্রিয় বাইক FZS 25 2022 লঞ্চ করল Yamaha Motor। ২০২০ সালের জুলাইতেই বাইকের BS6 মডেল নিয়ে এসেছিল কোম্পানি। গত বছরই এই বাইকের দাম 19,300 টাকা পর্যন্ত কমানো হয়েছিল। এবার চলে এল বাইকের নতুন সংস্করণ।
2022 Yamaha FZS 25: নতুন বাইকে কী পরিবর্তন ?
এখন নতুন করে ভারতে বাইকের বাজার ধরতে আপডেটেড FZS 25 আনা হল। নতুন 2022 Yamaha FZS 25 দেশে 1.43 লক্ষ টাকায় পাওয়া যাবে। তবে এসবই দিল্লিতে বাইকের এক্স-শোরুমের দাম৷ পরিবর্তনগুলি সম্পর্কে বলতে গেলে, নতুন FZS 25-এ কেবল রঙের পরিবর্তন করা হয়েছে। এখন বাইকে দুটি নতুন রং দেখতে পাবেন ক্রেতা। ইয়ামাহা মোটর ইন্ডিয়া ম্যাট কপার ও ম্যাট ব্ল্যাক রঙের শেডগুলিতে FZS 25 অফার করছে। এই নতুন রংগুলির পরিবর্তন ছাড়া বাইকে কিছুই বদল হয়নি। অন্যদিকে স্ট্যান্ডার্ড Yamaha FZ 25-এও কোনও বাইরের আপডেট দেওয়া হয়নি। বর্তমানে এর দাম 1.38 লক্ষ টাকা রাখা হয়েছে।
Yamaha FZ 25 ও FZS 25-এ 249cc,এক সিলিন্ডার বিশিষ্ট এয়ার-কুলড, SOHC, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিনে চলে এই বাইক। এই ইঞ্জিনটি 8,000 RPM-এ সর্বাধিক 20.5 hp শক্তি ও 6,000 RPM-এ 20.1 Nm-এর সর্বোচ্চ টর্ক দেয়৷ ইঞ্জিনটি একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। হার্ডওয়্যারের দিকে দেখলে বাইকে সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনো-শক অ্যাবসরভার দেওয়া হয়েছে।
2022 Yamaha FZS 25 Feature: ব্রেকিং সম্পর্কে বলতে গেলে, এর সামনে ও পিছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। যেগুলিতে ডুয়েল-চ্যানেল ABS রয়েছে। বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, এই বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য একটি LCD ডিসপ্লে দিয়েছে কোম্পানি। যা ট্রিপ সম্পর্কিত সব প্রাথমিক তথ্য দেখায়।
Yamaha FZS 25: প্রতিযোগী কারা ?
নতুন Yamaha FZ 25 ও FZS 25 হল বাজারের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের কোয়ার্টার-লিটার বাইক। এই বাইকের সঙ্গে প্রতিযোগিতার বাজারে রয়েছে Bajaj Pulsar N250, Suzuki Gixxer 250, TVS Apache RTR 200 4V, Honda Hornet 2.0 ও KTM 200 Duke।