নয়াদিল্লি:  আসন্ন নতুন বছরের খুশির খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার নতুন বছরে সরকারি কর্মীদের আরও এক ভাতা অর্থা হাউস রেন্ট অ্যালাউন্স-এইচআরও (HRA) বাড়াতে পারে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন বছরের যে কোনও সময়েই এ ব্যাপারে ঘোষণা করা হতে পারে। জানা গেছে, বর্দ্ধিত ভাতা নতুন বছরের জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে। উল্লেখ্য, এর আগে দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance – DA) বাড়িয়ে  ৩১ শতাংশ করা হয়েছিল। এরপর নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা নতুন করে এই উপহার পেতে পারেন। 


প্রস্তাব নিয়ে জোর আলোচনা চলছে


কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলিতে এইচআরএ বৃদ্ধি নিয়ে জোর আলোচনা চলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এ ব্যাপারে ১১.৫৬ লক্ষের বেশি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স (এইচআরও) বৃদ্ধির দাবি নিয়ে বিচার বিবেচনা শুরু করেছে। এই প্রস্তাব অনুমোদনের জন্য রেলওয়ে বোর্ডের কাছে পাঠানো হয়েছে। 


প্রস্তাব অনুমোদিত হলে ২০২২-এর জানুয়ারি থেকেই বর্দ্ধিত হারে এইচআরএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবেই এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন আরও কিছুটা বেড়ে যাবে। ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন  (আইআরটিএসএ) ও ন্যাশনাল ফেডারেশন অফ রেলওয়েমেন ২০২১-এর জানুয়ারি থেকে এইচআরএ রূপায়নের দাবি জানিয়েছে। এই দাবি মেনে নেওয়া হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। 


এই শহরগুলিতে ভিন্ন হয় এইচআরএ 


হাউস রেন্ট অ্যালাউন্স এক্স, ওয়াই, জেড ক্লাসের শহরের ভিত্তিতে হয়। অর্থাৎ যে কর্মীরা এক্স ক্যাটাগরিতে আসেন, তাঁদের এখন থেকে প্রতি মাসে ৫৪০০ টাকার থেকে বেশি এইচআরএ পাবেন। ওয়াই ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীদের প্রতি মাসে ৩৬০০ টাকার বেশে ও জেড ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীদের ক্ষেত্রে ১৮০০ টাকা প্রতি মাসে এইচআরএ মিলবে। এক্স ক্যাটাগরিতে রয়েছে ৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর। এই শহরগুলিতে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা রয়েছেন, তাঁদের ২৭ শতাংশ এইচআরএ মিলবে। ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে তা ১৮ শতাংশ ও জেড ক্যাটাগরির ক্ষেত্রে তা ৯ শতাংশ হবে।