Retirement Gratuity: লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ (DA) বাড়িয়েছিল। ডিএ 4 শতাংশ বৃদ্ধির পরে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ মূল বেতনের 50 শতাংশ হয়ে গেছে। সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই অবসরকালীন গ্র্যাচুইটি ও ডেথ গ্রাচুইটি সহ অন্যান্য ভাতা বৃদ্ধির আশা ছিল। এবার কেন্দ্রীয় সরকার এই উপহার দিয়েছে। এখন অবসর ও ডেথ গ্রাচুইটির সীমা 25 শতাংশ বাড়িয়ে 20 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা করা হয়েছে। এই বৃদ্ধি 1 জানুয়ারি, 2024 থেকে কার্যকর বলে বিবেচিত হবে
৩০ এপ্রিল গৃহীত সিদ্ধান্ত ৭ মে প্রত্যাহার করা হয়
30 মে কেন্দ্রীয় সরকার 7 তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (পেনশন) নিয়ম, 2021-এর সুপারিশ অনুসারে অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি 25 শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷ এখন কেন্দ্রীয় কর্মচারীরা 25 লক্ষ টাকা গ্র্যাচুইটি পান। এর আগে ৩০ এপ্রিল গ্র্যাচুইটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও গত ৭ মে সার্কুলার জারি করে তা বন্ধ করে দেওয়া হয়।
Retirement Gratuity: কেন্দ্রের পর অনেক রাজ্য সরকারও ডিএ বাড়িয়েছে
কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি 2024 থেকে বর্ধিত ডিএ কার্যকর করার ঘোষণা করেছিল। 2024 সালের মার্চ মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল। মহার্ঘ ভাতা এবং মহার্ঘভাতা বৃদ্ধির কারণে লক্ষাধিক কর্মচারী এবং পেনশনভোগীরা স্বস্তি পেয়েছেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পরে অনেক রাজ্য সরকারও নির্বাচনের আগে তাদের কর্মচারীদের ডিএ বাড়িয়েছে।
গ্র্যাচুইটি কী, কারা সুবিধা পায়
নিয়মানুযায়ী একজন কর্মচারী যদি অন্তত ৫ বছর একটানা কাজ করেন, তাহলে তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে, এই পরিমাণ গ্র্যাচুইটি শুধুমাত্র কর্মচারীর চাকরির থেকে অবসর, মৃত্যু বা পদত্যাগের সময় পাওয়া যায়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : Modi Stocks: বিজেপি ক্ষমতায় ফিরলেই দুরন্ত গতি নেবে এই ৫৪ স্টক, আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা দিয়েছে তালিকা