Employee Layoff: বিশ্বজুড়ে বিভিন্ন টেক জায়ান্টে একাধিক কর্মীকে ছাঁটাই (Employee Layoff) করা হচ্ছে। অন্তত ৮৫৩টি কোম্পানি বিশ্বজুড়ে কমপক্ষে ১,৩৭,৪৯২ জন কর্মীকে ছাঁটাই করেছেন। এখানেই শেষ নয়। আগামী দিনে আরও কর্মী ছাঁটাই হবে বলে জানানো হয়েছে বিভিন্ন সংস্থার তরফে। layoffs.fyi (a crowdsourced database of tech layoffs) - এর ডেটা থেকে জানা গিয়েছে, কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে সেই আবহে ১৩৮৮টি টেক কোম্পানি মোট ২,৩৩,৪৮৩ জন কর্মীকে ছাঁটাই করেছেন। তবে ২০২২ সালে টেক ইন্ডস্ট্রির জন্য সবচেয়ে খারাপ সময়কাল। নভেম্বরের মাঝামাঝি সময়েই দেখা গিয়েছে মার্কিন টেক সেক্টরে ৭৩ হাজারের বেশি কর্মী চাকরি খুইয়েছেন। যেসব সংস্থা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে সেই তালিকায় নাম রয়েছে মেটা, ট্যুইটার, সেলস ফোর্স, নেটফ্লিক্স, Cisco, Roku এবং আরও অনেক পরিচিত সংস্থার। শোনা যাচ্ছে, গুগলের পেরেন্ট অর্গানাজেশন Alphabet- ও প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে এগোচ্ছে। 


ট্যুইটারে কর্মী ছাঁটাই


অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই এই মাইক্রব্লগিং প্ল্যাটফর্মে চালু হয়েছিল ব্যাপক হারে কর্মী ছাঁটাই। ইলন মাস্ক ট্যুইটারে যোগদানের প্রথম সপ্তাহের মধ্যেই প্রাথমিক পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু হয়ে গিয়েছিল। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরেই তৎকালীন সিইও পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন। সেই সময় শোনা গিয়েছিল আরও দুই ভারতীয় বংশোদ্ভূত উচ্চপদস্থ আধিকারিককেও সরিয়ে দিয়েছেন ইলন মাস্ক। এখানেই শেষ নয়। পরিসংখ্যান অনুযায়ী, ট্যুইটার ইন্ডিয়ার প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছিলেন তিনি। সব মিলিয়ে ট্যুইটারের ওয়ার্ক ফোর্স একধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।


অ্যামাজনের কর্মী ছাঁটাই


কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যামাজনও। প্রথম পর্যায়েই প্রায় ১০ হাজার কর্মী চাকরি খুইয়েছেন। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি জানিয়েছেন তাদের কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া ২০২৩ সাল অর্থাৎ আগামী বছরেও চালু থাকবে। শোনা গিয়েছে, ইতিমধেই অ্যামাজন সংস্থা তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট ডিভিশন থেকেও হয়েছে কর্মী ছাঁটাই। এর পাশাপাশি এইচআর বিভাগে কর্মরতদের voluntary buyout offers- ও পাঠানো হয়েছে অ্যামাজনের তরফে। কত জন কর্মীকে ছাঁটাই করা হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। যেসব কর্মীকে ছাঁটাই করা হচ্ছে তাঁদের দু’মাসের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে বলা হয়েছে।


কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছে ভারতেও


ভারতে প্রায় ৪৪টি স্টার্ট আপের মাধ্যমে ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের উপরেও প্রভাব পড়তে চলেছে।


আরও পড়ুন- ৫জি-র পর এবার ৬জি, পাবেন ১০ লাখ গিগাবাইট গতি !