Salary Hike: সমস্ত কেন্দ্র সরকারি কর্মীরা এই অষ্টম পে কমিশনের (8th Pay Commission) জন্য অপেক্ষা করছেন, এই পে কমিশন কার্যকর হলে কেন্দ্র সরকারি কর্মীদের বেতন আরও বাড়তে চলেছে। ধারণা করা হচ্ছে যে এই পে কমিশনে সরকারি কর্মীদের (Salary Hike) ন্যূনতম বেতন বেড়ে ৫০ হাজারের সীমা পেরিয়ে যেতে পারে। ১৮৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে কর্মীদের ন্যূনতম বেতন, এমনটাই মনে করা হচ্ছে।
কত টাকা বাড়বে বেতন
কেন্দ্র সরকারি কর্মীরা এখন সপ্তম পে কমিশনের অধীনে ন্যূনতম বেতন পাচ্ছেন ১৮ হাজার টাকা, এর আগে ষষ্ঠ পে কমিশনে এই ন্যূনতম বেতন ছিল ৭ হাজার টাকা। ফলে নতুন পে কমিশন কার্যকর হওয়ায় বেতনও বেড়েছে সরকারি কর্মীদের।
বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর
ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার স্টাফ সাইডের সচিব শিব গোপাল মিশ্র জানিয়েছেন এই অষ্টম পে কমিশনে ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর হবে ২.৮৬। সপ্তম পে কমিশনে যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে ২.৫৭, নতুন পে কমিশন এলে এই ফ্যাক্টর আরও ২৯ বেসিস পয়েন্ট বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।
পেনশনভোগীদেরও সুবিধে হবে
২.৮৬ যদি ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে মঞ্জুর করে কেন্দ্র সরকার, তাহলে কেন্দ্র সরকারি কর্মীদের ন্যূনতম বেতন একলাফে বেড়ে যাবে ১৮৬ শতাংশ। আর এখনকার ১৮ হাজার টাকার ন্যূনতম বেতনের বদলে তা বেড়ে দাঁড়াবে ৫১,৪৮০ টাকা। নিয়ম অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর সামান্যতম বাড়লেও তার প্রভাবে বাড়বে কর্মীদের বেতন। শুধু বেতন নয়, ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে পেনশনভোগীরাও বেশি টাকা পেনশন পাবেন।
অষ্টম পে কমিশনের অধীনে পেনশনভোগীরাও আশা করছেন ১৮৬ শতাংশ বাড়বে তাদের পেনশনের অঙ্ক। এখন ন্যূনতম পেনশন যেখানে ৯ হাজার টাকা ধার্য করা আছে, সেখানে তা বেড়ে হবে ২৫,৭৪০ টাকায়।
কবে আসবে অষ্টম পে কমিশন
এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি অষ্টম পে কমিশনের বিষয়ে। তবে সংবাদসূত্রে ধারণা করা হচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটেই এই অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হবে। এর আগেও এই অর্থবর্ষের বাজেটে ক্যাবিনেট সচিব এবং অর্থমন্ত্রকের সচিবের কাছে কর্মী সংগঠন এই দাবি জানিয়েছিল।
তবে ডিসেম্বর মাসে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার বৈঠকের পরেই এই অষ্টম পে কমিশন নিয়ে স্পষ্ট ধারণা মিলবে। তবে এই নভেম্বর মাসেই এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত হয়ে যায়।
আরও পড়ুন; Recruitment News: ফুড কর্পোরেশনে উচ্চপদে চাকরির সুযোগ, মাসিক বেতন ৮০ হাজার; কত শূন্যপদ ?