New SIM Card Rules: এবার থেকে মোবাইলের সিম কার্ড (Mobile SIM Card) নিতে মানতেই হবে এই নিয়ম। প্রধানমন্ত্রীর অফিস (PMO) টেলিকম বিভাগকে (DoT) পাঠিয়েছে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা। মূলত, অপরাধ (Crime) বা নাশকতামূলক কাজ ঠেকাতে নতুন সিম কার্ডের নিয়ম (Aadhaar SIM Card Rules) ঘোষণা করেছে সরকার। 


কী নতুন নিয়ম করেছে সরকার
সমস্ত নতুন সিম কার্ড সংযোগের জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করেছে সরকার। যার অর্থ বায়োমেট্রিক তথ্য় না দিলে সিম কার্ড পাবেন না আপনি। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য, জাল নথির মাধ্যমে মোবাইল সিম নেওয়ার প্রবণতা বন্ধ করা। দুষ্কৃতীরা বেআইনি সিম কার্ডগুলি জাল নথির মাধ্যমে কিনে তা অপরাধমূলক কাজে ব্যবহার করে। 


New SIM Card Rules: ফাঁক ছিল কোথায়
আগে নতুন মোবাইল সংযোগ পেতে ভোটার আইডি বা পাসপোর্টের মতো যেকোনও সরকারি আইডি ব্যবহার করতে পারতেন গ্রাহকরা। এখন নতুন সিম কার্ড অ্য়াক্টিভেট করার জন্য আধারের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম না মেনে খুচরো বিক্রেতারা আর সিম কার্ড বিক্রি করতে পারবে না।


জাল সিম কার্ডের বিরুদ্ধে সরকারের অভিযান
টেলিকম সেক্টরের সাম্প্রতিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর্থিক কেলেঙ্কারিতে ভুয়ো সিম কার্ডের ভূমিকা রয়েছে বলে জানা গেছে। তদন্তে দেখা গেছে, একাধিক সিম কার্ড একটি সিঙ্গল ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকছে, যা টেলিকম নিয়ম লঙ্ঘন করে। বিশেষ করে এর মাধ্যে সাইবার অপরাধও বাড়ছিল দেশে।


New SIM Card Rules: জালিয়াতি ধরতে AI প্রযুক্তি
 জাল কাগজপত্র ব্যবহার করে যারা সিম কার্ড বিক্রি করে, তাদের বিরুদ্ধে সরকার এখন কঠোর ব্যবস্থা নেবে। এর জন্য সরকার AI ব্যবহার করবে যাতে এই ধরনের লোকদের চিহ্নিত করা যায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এই নতুন নির্দেশ সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের প্রচেষ্টার অংশ হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল । আধার কার্ডের মাধ্যমে যাচাইকরণের পরে, জাল সিম কার্ড ব্যবহার করে প্রতারণা হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। এই নির্দেশের ফলে সারা দেশে সিম কার্ড ইস্যু ও ট্র্যাকিং সহজ হবে বল ভাবছে সরকার।


আরও পড়ুন এখানে : Scam Alert : আইফোন ইউজারদের ঠকাতে নতুন প্রতারণাচক্র, এই ভুল করবেন না !