LPG Subsidy : গরিবদের ভর্তুকির সিলিন্ডারেও থাবা বসিয়েছিল জাল দাবিদাররা। সারা দেশে এই ভুয়ো দাবিদারদের সংখ্যা ছিল ৪ কোটিরও বেশি ? সংসদে এক প্রশ্নের উত্তরে এই তথ্য় তুলে ধরেছেন খোদ পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। যদিও কেন্দ্রীয় মন্ত্রী জানান, আধার যাচাইকরণের পর থেকে এই জালিয়াতি বন্ধ করেছে সরকার।   

কীভাবে এই জালিয়াতি বন্ধ হয়েছেএলপিজি ভর্তুকিতে জালিয়াতি বন্ধ করতে বর্তমানে অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠায় সরকার। সেই ক্ষেত্রে পহল প্রকল্পের আওতায় আধার-ভিত্তিক প্রমাণীকরণের ফলে এই ভুয়ো দাবিদারদের সরানো সম্ভy হয়েছে। এর মধ্যে ভুয়ো অ্যাকাউন্ট, একাধিক অ্যাকাউন্ট ও ইন্যাক্টিভ কানেকশনের মতো বিষয় ছিল। যা ব্লক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আধার অথেন্টিকেশন।

যার ফলে বাণিজ্যিক ব্যবহারের জন্য ভর্তুকিযুক্ত এলপিজি সংযোগ বন্ধ করা সম্ভব হয়েছে। মঙ্গলবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সংসদে জানান এই কথা। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী বলেন, এই বছরের ১ জুলাই পর্যন্ত ৪.০৮ কোটি ডুপ্লিকেট, জাল ও ইন্যাক্টিভ এলপিজি কানেকশন ব্লক, হোল্ড বা নিষ্ক্রিয় করা হয়েছে।

কী বলেছেন মন্ত্রীএই বিষয়ে মন্ত্রী বলেছেন- ডিবিটি প্রকল্পের জন্য আধার-ভিত্তিক অথেন্টিকেশন সুবিধাভোগীদের সঠিক, রিয়েল টাইম ও সাশ্রয়ী মূল্যে সনাক্তকরণ, প্রমাণীকরণ ও ডি-ডুপ্লিকেশন রোধ করছে। যার ফলে সঠিক দাবিদারদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া যায়। ইতিমধ্যেই সরকার তেল বিপণন কোম্পানিগুলিকে PMUY এবং PAHAL সুবিধাভোগীদের বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

সরকারি পরিসংখ্যান বলছে, ১ জুলাই পর্যন্ত মোট ৩৩.০৫ কোটির মধ্যে ৯২.৪৪ শতাংশ সক্রিয় LPG গ্রাহক তেল কোম্পানিগুলির ডাটাবেসে তাদের আধার যুক্ত করেছেন। মোট ৩০.৬৩ কোটি DBTL গ্রাহকের মধ্যে প্রায় ৮৬.৭৮ শতাংশ আধার যাচাই ভিত্তিক ট্রান্সফার অনুসারে হয়েছে। এই বছরের ১ জুলাই পর্যন্ত, বর্তমান PMUY সুবিধাভোগীদের ৬৭ শতাংশের জন্য বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ সম্পন্ন হয়েছে। এখন সব নতুন PMUY গ্রাহক সংযোগ প্রকাশের আগে বায়োমেট্রিক প্রমাণীকরণের মধ্য দিয়ে যান।

মন্ত্রী আরও বলেন- DBTL-PAHAL প্রকল্পের প্রভাব মূল্যায়নের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি রিসার্চ হয়েছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (RDI) -এর একটি থার্ড পার্টি মূল্যায়নে দেখা গেছে- 90 শতাংশেরও বেশি উত্তরদাতা ভর্তুকি পরিশোধ ব্যবস্থায় সন্তুষ্ট।

প্রতিবেদনে ভর্তুকি প্রদানের পরিকাঠামো ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করার ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মধ্যে ভর্তুকি সীমাবদ্ধ রেখে লক্ষ্যমাত্রা উন্নত করার সুপারিশ করা হয়েছে।