UIDAI News: হাজারো সমস্যার এক সমাধান।  আধার কার্ডে কোনও  বিষয়ে জানতে চাইলে কাজে দেবে এই বিশেষ টুল। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চ্যাট জিপিটির থেকেও ভাল  AI টুল নিয়ে এল UIDAI। আধার মিত্রের মাধ্যমে এখন আরও সহজে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি।


Aadhaar Mitra: কী এই আধার মিত্র ?
সম্প্রতি আধার সমস্যার সমাধানে নতুন চ্যাটবট পরিষেবা শুরু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া (UIDAI)।  AI/ML ভিত্তিক চ্যাটবট 'আধার মিত্র' এখন আধারের অফিসিয়াল ওয়েবসাইটেই দে খতে পাবেন। এই চ্যাটবট দিয়ে আপনি আধার সংক্রান্ত সমস্যার উত্তর জানতে পারবেন। আগের মতো আপনাকে ওয়েবসাইটে খুব বেশি পরিশ্রম করতে হবে না। এই চ্যাটবট তাৎক্ষণিকভাবে আপনার প্রশ্নের উত্তর দেবে।


Aadhaar Card Update: আপনি অবিলম্বে এই প্রশ্নের উত্তর পাবেন
এই আই/এমএল ভিত্তিক চ্যাটবট অর্থাৎ 'আধার মিত্র'-র সাহায্যে আপনি আধার কার্ড সম্পর্কিত সব ধরনের সমস্যা, যেমন-আধার পিভিসি স্ট্যাটাস, আধার আপডেট স্ট্যাটাস, অভিযোগ ট্র্যাকিং বা একটি নতুন অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।  চ্যাটবটে আগের থেকে  আরও ভাল অভিজ্ঞতা পাবেন আধার কার্ড হোল্ডাররা। কোনও অসুবিধা ছাড়াই সময়মতো প্রয়োজনীয় তথ্য পেতে পারেন এখানে। এই নিয়ে ইউআইডিআই একটি টুইটও করেছে। আপনি যদি এই নতুন AI টুল ব্যবহার করতে চান, তাহলে ফটোতে দেখানো QR কোড স্ক্যান করে আপনি এই কাজ করতে পারেন।


Aadhaar Mitra: আমরা ব্যক্তিগতভাবে এই আধার মিত্র AIকে পিভিসি আধার কার্ডের বিষয়ে প্রশ্ন করেছিলাম। তারপরই এই চ্যাটবট উত্তর দেওয়ার জন্য একটি ভিডিও দেখায়। এই ক্ষেত্রে, এই চ্যাটবটটি চ্যাট জিপিটি থেকেও ভাল, কারণ চ্যাট জিপিটি আপনাকে ভিডিও দেখায় না। এটি কেবল লেখার মাধ্যমে উত্তর দেয়, যেখানে আধার মিত্র ভিডিও দেখানোয় বিষয়বস্তু বুঝতে সুবিধা হয়।


Aadhaar Card Update: কীভাবে ব্যবহার করবেন এই চ্যাটবট ?
১ প্রথমে uidai.gov.in -এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। 
২ হোম পেজে, আপনি নিচের ডানদিকে 'আধার মিত্র' বক্স দেখতে পাবেন।
৩ এবার এটিতে ক্লিক করুন। 
৪ এখন এখানে সার্চ বক্সে চ্যাটবটকে যে প্রশ্ন করতে চান তা লিখুন। 
৫ আপনি এন্টার চাপলেই চ্যাটবট আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেবে।


তাহলে আর দেরি কেন, সমস্যার সমাধানে লিখুন চ্যাটবটকে।


আরও পড়ুন : ITR Form 2023-24: আয়কর রিটার্ন জমা দেবেন ? কাদের জন্য কোন ফর্ম জানেন ?