UIDAI: আধার কার্ড আর ভোট দেওয়ার প্রমাণপত্র নয়। এই কার্ডে ভরসা করেই সরকারি সুবিধা পেতে পারেন ব্যবহারকারী। এমনকী এই কার্ড না থাকলে এবার থেকে সরকারি সুবিধাও পাবেন না গ্রাহক। বাচ্চাদের স্কুলে ভর্তি করা হোক বা যে কোনও বড় লেনদেন,সবেতেই পরিচয় হিসাবে আধার কার্ড দরকার।
Aadhaar Card: ডিজিটাল এই কার্ডের ব্যবহার বৃদ্ধি হওয়ার পর থেকেই প্রতিনিয়ত বাড়ছে আধারে জালিয়াতির ঘটনা। প্রতারকরা আধার কার্ডের তথ্য পেয়ে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে। এই পরিস্থিতিতে আপনার আধার কার্ড নিরাপদ রাখা জরুরি। জেনে নিন, কীভাবে আপনি আপনার আধার কার্ড নিরাপদ রাখতে পারেন। আধার কার্ডের অপব্যবহার রোধ করতে শুক্রবার ভারতের স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ বা UIDAI একটি হেল্পলাইন নম্বর শেয়ার করেছে। এই নম্বরটি সক্রিয় 24*7 যার মাধ্যমে আপনি আধার কার্ড সংক্রান্ত যেকোনও অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।
UIDAI: এই ভুল কখনোই করবেন না
মনে রাখবেন, আধার ওটিপি অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না। অনেক সময় ব্যবহারকারীরা আধার কার্ড ডাউনলোড করতে পাবলিক কম্পিউটার ব্যবহার করেন । পরে সেখান থেকে তাদের ডেটা ডিলিট করতে ভুলে যায়। সেই ক্ষেত্রে আপনার আধার কার্ডের অপব্যবহার হতে পারে। এই ফাঁদ এড়াতে সব সময় UIDAI ওয়েবসাইট থেকে আধার ডাউনলোড করুন। কেবল ব্যক্তিগত কম্পিউটারে এই কাজটি করুন। যদি এটি সম্ভব না হয়, তাহলে একটি পাবলিক কম্পিউটার ব্যবহার করুন। আপনার কাজ শেষ হওয়ার পরে কম্পিউটার থেকে সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলুন৷
Aadhaar Card: বায়োমেট্রিক লক করতে পারেন ?
আপনি যদি চান আপনার বায়োমেট্রিক ডেটা লক করতে পারেন। এর জন্য আপনাকে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে My Aadhaar বিকল্পটি নির্বাচন করুন ও লক মাই বায়োমেট্রিক অন আধার পরিষেবাগুলিতে ক্লিক করুন। এর পরে একটি নতুন পৃষ্ঠা খুলবে, বক্সটি নির্বাচন করুন ও আধার কার্ড ও ক্যাপচা লিখুন। এবার মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপিটি পূরণ করুন। OTP দেওয়ার পরে, Enable Locking বৈশিষ্ট্যে ক্লিক করুন, তারপরে আপনার বায়োমেট্রিক ডেটা লক হয়ে যাবে। আপনি যখনই চান এই ডেটা আনলক করতে পারেন।
UIDAI: হেল্পলাইন নম্বর
আপনি যদি মনে করেন , আপনার আধার কার্ডের অপব্যবহার হচ্ছে তাহলে হেল্পলাইন নম্বর 1947-এ অভিযোগ করতে পারেন। এই নম্বর সক্রিয় 24*7. আপনি চাইলে UIDAI-এর ইমেল আইডি help@uidai.gov.in-এও যোগাযোগ করতে পারেন।
Aadhaar Card: ভার্চুয়াল সনাক্তকারী (VID)
আপনি যদি আপনার আধারের বিশদ বিবরণ কারও সঙ্গে শেয়ার করতে না চান, তাহলে আপনি UIDAI ওয়েবসাইট থেকে ভার্চুয়াল আইডেন্টিফায়ার অর্থাৎ VID তৈরি করতে পারেন। আপনি যেকোনও জায়গায় প্রমাণের জন্য এটি ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন : ATM Fraud Alert: মিনিটেই খালি হবে অ্যাকাউন্ট ! এটিএম-এ এই ভুল করছেন না তো ?