UIDAI Update: আধার হল বর্তমানে ভারতীয় নাগরিকদের জন্য একটি মূল্যবান নথি। এই ১২ সংখ্যার অনন্য নম্বরের মাধ্যমে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে সরকারি প্রকল্পের সুবিধা সব পাওয়া যায়। এটি বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক সনাক্তকরণ সিস্টেমগুলির মধ্যে একটি। যা UIDAI পরিচালনা করে।
Aadhaar Card : আধারে ভারতীয় বাসিন্দাদের কাছ থেকে সংগৃহীত আঙুলের ছাপ, আইরিস স্ক্যান, ছবি সহ, ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য দেওয়া থাকে। আধার নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সরকারি স্কিম ও ভর্তুকিগুলির জন্য ছাড়াও আয়কর রিটার্ন দাখিল সহ ঠিকানার প্রমাণ হিসাবে কাজে লাগে।
UIDAI Update: কেউ আপনার আদার নম্বর জেনে গেলে কী হবে ?
আধারের নিরাপদে ব্যবহার করা যায় দেখে আধার-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে টাকা লেনদেনে যথেষ্ট বৃদ্ধি দেখা গেছে। ব্যাঙ্ক এবং অন্যান্য পরিষেবাগুলিতে সেই কারণে আধারের নথি ব্যবহার করা হচ্ছে। তবে সব জায়াগায় আধারের এই ব্যবহার নিয়ে প্রশ্ন জেগেছে মানুষের মনে। অনেকের প্রশ্ন, আধার নম্বর জেনে গেলেই কেউ কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে।
Aadhaar Fraud: কী উত্তর দিয়েছে UIDAI ?
ইউআইডিএআই আধার কার্ড ধারকদের সাধারণ প্রশ্নের ব্যাখ্যা করেছে। যেখানে আধার কর্তৃপক্ষ জানিয়েছে,আধার নম্বর জেনে গেলে কেউ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে এমন ধারণা ভুল। তবুও এই বিষয়ে বিশদে জানতে, UIDAI অফিসিয়াল পোর্টালে (https://uidai.gov.in/ ) একটি বিস্তারিত উত্তর তুলে ধরেছে।
UIDAI Update: আপনার আধার নম্বর জানা থাকলে কেউ কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে?
UIDAI-এর 'Aadhaar Myth Busters' এর অফিসিয়াল পোর্টালে বলা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা। কেউ যেমন আপনার এটিএম কার্ড নম্বর জেনে এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবে না; সেরকমই আপনার আধার নম্বর জেনে কেউ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলতে পারবে না। আপনি যদি ব্যাঙ্কের দেওয়া আপনার পিন/ওটিপির সঙ্গে বলে না দেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
Aadhaar Update: আধার আজ আর কেবল ভোট দেওয়ার প্রমাণপত্র নয়। আজকাল অনেক কিছুর জন্য আধার (আধার) প্রয়োজনীয় হয়ে পড়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে নতুন সিম কার্ড পাওয়া পর্যন্ত সবকিছুতেই আধার প্রয়োজন হয়। সেই কারণে সরকার এখন আধার প্রমাণীকরণের ওপর জোর দিচ্ছে। সম্প্রতি আধার যাচাইকরণের কাজকে এগিয়ে নিয়ে যেতে অর্থ মন্ত্রক ২২টি আর্থিক সংস্থাকে তাদের গ্রাহকদের আধার ব্যবহার করে যাচাই করার জন্য অনুমোদন দিয়েছে।
Jamtara Global: আন্তর্জাতিক স্প্যাম কলে ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট! তিনদিনে তোলপাড় হোয়াটসঅ্যাপ