Delhi Election 2025: নির্বাচনী বৈতরণী পার করতে এবার দিদির (Mamata Banerjee) পথে হাঁটতে চলেছে এই দাদা (Arvind Kejriwal)। সম্প্রতি এক নির্বাচনী জনসভায় মহিলাদের সম্মান ভাতা (Mahila Samman Yojana) বাড়িয়ে ২১০০ টাকা করার প্রতিশ্রতি দিয়েছেন তিনি। জেনে নিন, কোন মহিলারা পাবেন এই সুবিধা। 


কী ঘোষণা করেছেন দিল্লির দাদা ?
 আম আদমি পার্টি (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার বলেছেন, 'দিল্লি সরকার মন্ত্রিসভায় মহিলা সম্মান যোজনায় অনুমোদন দিয়েছে । এই যোজনার মাধ্যমে প্রতি মাসে দিল্লির মহিলাদের ₹1,000 দেওয়া হবে। আজ থেকে ₹1,000 সহায়তা দেওয়া দেবে দিল্লি সরকার। যদি AAP আসন্ন নির্বাচনে ফের ক্ষমতায় আসে তবে এর পরিমাণ বাড়িয়ে ₹2,100 করা হবে।''


কবে হতে চলেছে দিল্লি নির্বাচন
70-সদস্যের দিল্লি বিধানসভার নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন এখনও এর তারিখ ঘোষণা করেনি। দিল্লির বর্তমান বিধানসভার মেয়াদ 23 ফেব্রুয়ারি, 2025-এ শেষ হবে। “আমি দিল্লির মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত, সিএম অতীশির মন্ত্রিসভা আজ এই প্রকল্পটির অনুমোদন দিয়েছে। এখন মহিলারা রেজিস্ট্রেশন করে এই স্কিমের সুবিধা নিতে পারবেন।”


এবার জিতলে টানা তিনবার
 প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে AAP 2015, 2020 সালে নির্বাচনী সাফল্যে পায়। আগামী নির্বাচনে জিতলে টানা তৃতীয়বারের মতো দিল্লিতে ক্ষমতা ধরে রাখতে পারে আম আদমি পার্টি৷ কেজরিওয়ালের দল 70 সদস্যের বিধানসভায় 2015 সালে 67টি এবং 2020 সালে 63টি আসন জিতেছিল৷ এর আগে, AAP সরকার 2024-25 বাজেটে 'মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা' ঘোষণা করেছিল। যাতে প্রতি মাসে দিল্লিতে যোগ্য মহিলাদের প্রত্যেককে ₹ 1,000 দেওয়ার কথা বলা হয়।


AAP-এর ঘোষণায় কী রয়েছে
এই প্রকল্পের জন্য বাজেটে সরকার ₹ 2,000 কোটি বরাদ্দও করা হয়েছিল। স্কিমটি, ফিন্যান্স বিভাগ বাজেটের সীমাবদ্ধতার কারণে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে ছিল বলে মনে করা হচ্ছে। অন্তত সংবাদমাধ্য়মের রিপোর্ট সেই কথাই বলেছে। “আমি আগে এই স্কিমটি চালু করতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাকে কারাগারে বন্দি করেছে,” কেজরিওয়াল বলেছেন যে সরকার ক্ষমতায় ফিরে এলে সরকার প্রতি মাসে ₹1,000 এর পরিবর্তে সহায়তা বাড়িয়ে ₹2,100 করবে।


আরও পড়ুন এখানে :  Year Ender 2024: এই নিষিদ্ধ ওষুধগুলো প্রতিদিন ব্যবহার করছি আমরা ! দেখে নিন লিস্ট