নয়াদিল্লি: শ্রীলঙ্কার বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে নাম তুলে নিল আদানি গোষ্ঠী। প্রকল্পের শর্তাবলী নতুন করে পর্যালোচনা করে দেখতে উদ্যত হয় শ্রীলঙ্কার সরকার। এর পরই প্রকল্প থেকে নাম তুলে নিল আদানিরা। সংস্থার দাবি, সম্মানের সঙ্গেই প্রকল্প থেকে সরে এসেছে তারা। তবে গোটা বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ আইনি পথে টেন্ডারের মাধ্যমে আদানিদের ওই প্রকল্পের বরাদ দেওয়া হয়নি, ঘুরপথে তাঁদের ওই প্রকল্প পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠছিল গোড়া থেকেই। (Adani News)


শ্রীলঙ্কার উত্তরে ৪৮৪ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছিল আদানি গোষ্ঠী। গত বছর সেপ্টেম্বর মাসে অনুরা কুমার দিসনায়েক দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পর আদানিদের বরাতপ্রাপ্ত প্রকল্প নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়। খতিয়ে দেখা হচ্ছিল খুঁটিনাটি। আদানিদের ওই প্রকল্পের বরাত বাতিল করা হতে পারেও বলে হুঁশিয়ারি দিয়েছিলেন অনুরা। আর  তার পরই বুধবার প্রকল্প থেকে নাম তুলে নেওয়ার কথা জানাল আদানি গোষ্ঠী। (Adani Green Exits Sri Lanka)


আদানি গ্রিন সংস্থার তরফে বোর্ড অফ ইনভেস্টমেন্টের চেয়ারম্যান অর্জুন হেরাথকে পাঠানো চিঠিতে বলা হয়, "আমাদের এগজিকিউটিভরা CEB (Ceylon Electricity Board)-র সঙ্গে আলোচনায় বসেন। কলম্বোয় সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকদের সঙ্গেও কথা হয়। জানা যায়, মন্ত্রিসভা নিযুক্ত আর একটি কমিটি বিষয়টি পর্যালোচনা করে দেখবে। প্রস্তাবিত প্রকল্পের শর্তাবলীও পুনরায় বিবেচনা করা দেখা হবে বলে জানা যায়। বিষয়টি বিবেচনা করে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শ্রীলঙ্কার সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে প্রকল্প থেকে সরে আসা হবে।"



শ্রীলঙ্কার উত্তরের মান্নর এবং পুনারিনে ৪৮৪ মেগাওয়াটের পুনর্ব্যবহারযোগ্য বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছিল আদানিদের সংস্থা আদানি গ্রিন। সবমিলিয়ে প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগের কথা ছিল। ২০২২ সালে আদানিদের ওই প্রকল্পের বরাত দেয় শ্রীলঙ্কার তদানীন্তন গোটাবায়া রাজাপক্ষ সরকার। কিন্তু অভিযোগ ওঠে, টেন্ডার ডেকে বরাত না দিয়ে, টেবিলের তলা দিয়ে আদানিদের হাতে প্রকল্প তুলে দেওয়া হয়। ঠিক ছিল, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে কাজ শেষ হয়ে যাবে। কারখানা তৈরির পর সেখান থেকেই বিদ্যুৎ কিনবে দেশের সরকার।


Ceylon Electricity Board-এর আধিকারিক এমসি ফার্দিনান্দো দেশের সংসদীয় কমিটিকে জানান, প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয় তাঁর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাপ সৃষ্টি করে আদানিদের বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত দিতে বাধ্য করেছেন বলে রাজাপক্ষ তাঁকে নিজে জানিয়েছেন। এর তিন দিন পরই পদ থেকে ইস্তফা দিতে হয় ফার্দিনান্দোকে। রনিল বিক্রমসিঙ্ঘের তদানীন্তন সরকারও প্রকল্প এগিয়ে নিয়ে যায়। কিন্তু অনুরা সরকারের আমলে বিষয়টি আতসকাচের নীচে চলে আসে। 


শুধু তাই নয়, ওই প্রকল্প নিয়ে আগাগোড়া বিরোধিতা করে আসছিলেন মান্নরের বাসিন্দারা। সমাজকর্মীরা আদালতে পর্যন্ত যান। যেখানে প্রকল্প করা হচ্ছে, সেটি পাখিদের করিডর। সেখানে প্রকল্প হলে পরিবেশের প্রভূত ক্ষতি হবে বলে জানান তাঁরা। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রকল্প থেকে সরে এল আদানি গোষ্ঠী।