নয়াদিল্লি: একের পর এক অভিযোগ এসেছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আদানির (Adani Group) দিকে। এবার উত্তরাখন্ডে টানেল দুর্ঘটনার (Uttarakhand Tunnel Collapse) সঙ্গেই জড়ানো হয়েছিল আদানি গোষ্ঠীর নাম। তারই প্রতিবাদ করে ২৭ নভেম্বর, একটি বিবৃতি প্রকাশ করল আদানি গোষ্ঠী। সেখানে সব অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। উত্তরাখন্ডের টানেল তৈরির সঙ্গে ওই গোষ্ঠীর কোনওরকম ভাবে যোগাযোগ নেই বলে জানানো হয়েছে।


কী বলেছে আদানি গোষ্ঠী?
উত্তরাখন্ডে দুর্ভাগ্যজনক টানেল বিপর্যয়ের সঙ্গে ইচ্ছাকৃতভাবে আদানি গোষ্ঠীর নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আদানি গোষ্ঠীর মুখপাত্রের তরফে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, 'আমাদের নজরে এসেছে যে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে উত্তরাখন্ডের টানেল বিপর্যয়ের সঙ্গে আমাদের নাম জড়াচ্ছে। আমরা এই কাজের এবং যাঁরা এমন কাজের পিছনে রয়েছেন তাঁদের তীব্র নিন্দা করি। আমরা স্পষ্ট জানাচ্ছি যে এই টানেল তৈরির কাজের সঙ্গে আদানি গোষ্ঠী বা তার কোনও অধীনস্থ সংস্থা বা তার কোনও সহযোগী সংস্থার কোনও পরোক্ষ বা প্রত্যক্ষ সংযোগ নেই। আমরা এটাও স্পষ্ট করছি যে যে সংস্থা এই টানেল তৈরির দায়িত্বে রয়েছে তাতে আদানি গোষ্ঠীর কোনও শেয়ার নেই। এই মুহূর্তে আমাদের সমস্ত চিন্তা এবং প্রার্থনা টানেলে আটকে থাকা শ্রমিক ও তাঁদের পরিবারের সঙ্গে রয়েছে।' 


 



সূত্রের খবর, সিল্কয়ারা টানেল (Silkyara Tunnel) তৈরির কাজে রয়েছে হায়দরাবাদের সংস্থা Navayuga Engineering Company Limited. চারধামে যে কোনও মরসুমে চলাচলের উপযোগী রাস্তার যে প্রকল্প চলছে তারই একটি অংশ এই টানেল।


২৭ নভেম্বর, টানেল দুর্ঘটনা ১৬ দিন। এখনও আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য কাজ চলছে। অগার মেশিন ভেঙে যাওয়ার পরে ভাঙা মেশিন বের করে আনা হয়েছে। বাকি রাস্তাটা হাতে হাতে খোঁড়া হবে। পাশাপাশি চলছে ভার্টিকাল ড্রিলিংয়ের মাধ্যমে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার কাজ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: এদেশে যেতে ভিসা লাগবে না ভারতীয়দের! আর কোন কোন দেশ দেয় এই সুবিধা?