Stock Market: আদানির (Adani Group) বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরওয়ানা জারি হতেই এবার মুখ খুলল গ্রুপ। আদানি গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জুগসিন্দর রবি সিং সোশ্যাল মিডিয়া (Social Media)  প্ল্যাটফর্মে একটি বিবৃতি দিয়েছেন। যেখানে স্পষ্টতই তিনি বলেছেন, গ্রুপের বিষয়ে ভুল খবর প্রকাশিত হচ্ছে। 


কী বলা হয়েছে গ্রপের তরফে
আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষের অভিযোগের ব্যাখ্যা দিতে জুগসিন্দর রবি সিং বলেছেন,  আদানি গ্রুপের 11টি পাবলিক কোম্পানির কোনও সংস্থাকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়নি। আদানি গ্রিন এনার্জির একটি চুক্তির বিষয়ে যে অভিযোগ উঠেছে তা কোম্পানির মোট টার্নওভারের মাত্র 10 শতাংশের সমান।


যুগেন্দ্র রবি সিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন, আপনি গত দুদিনে আদানি গ্রুপের অনেক খবর দেখেছেন। এটি আদানি গ্রিন এনার্জির চুক্তির সাথে সম্পর্কিত যা কোম্পানির মোট ব্যবসার 10 শতাংশও নয়। তিনি বলেন, আগামী দিনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


আইনি ব্যবস্থা নেবে কোম্পানি
আদানি গ্রুপের বিষয়ে জুগসিন্দর পোস্টে লিখেছেন, এমন অনেক খবর ও প্রতিবেদন আছে, যেগুলি অসংলগ্ন বিষয় তুলে হেডলাইন বানানোর চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আমরা পুরো বিষয়টি পর্যালোচনা করে আইনগতভাবে বিস্তারিত জবাব দেব। তিনি স্পষ্ট করে বলেছেন, আদানি গ্রুপের 11টি পাবলিক কোম্পানি বা সহায়ক সংস্থা রয়েছে এবং তাদের কেউই মার্কিন বিচার বিভাগের দায়ের করা মামলায় বিবাদী নয়।


কী নিয়ে বিপাকে আদানি গ্রুপ
 21 নভেম্বর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আদানি গ্রিন ডিরেক্টরদের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঘুষ ও জালিয়াতির অভিযোগ এনেছে। তবে, আদানি গ্রুপ একটি বিবৃতিতে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে নস্যাৎ করে বলেছে, গ্রুপ সব আইনি ব্যবস্থা নেবে।


আমেরিকার নিউইয়র্ক আদালতে আদানি (Gautam Adani) সহ তাঁর সংস্থার আরও ৭ জনের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের ঘুষ দেওয়া ও জালিয়াতির অভিযোগ উঠেছে। বলা হয়েছে যে গৌতম আদানি সহ এই ৭ জন আমেরিকায় (US Bribe Case) তাদের ২ বিলিয়ন ডলারের সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প চালু করার জন্য আধিকারিকদের ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দিতে চেয়েছিলেন।


ব্লুমবার্গ প্রতিবেদন অনুসারে আমেরিকার গোয়েব্দা বিভাগের আধিকারিকরা গৌতম আদানির এই ঘুষ দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছেন। এই প্রকল্প চালু করার জন্য আদৌ তারা ঘুষ দিয়েছিলেন কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।


Multibagger Stock: ২৭,৬০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই মাল্টিব্যাগার শেয়ার, শীঘ্রই হবে স্টক স্প্লিট