Stock Market: আদানি গ্রুপের শেয়ারে আজ দারুণ খবর। আমেরিকান শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এতদিন যে আদানিদের দুর্নীতি নিয়ে নানা মন্তব্যের ঝড় তুলছিল, এবার সেই সংস্থাই বন্ধ হতে চলেছে। আর এই খবরেই হু হু করে বেড়েছে আদানি গ্রুপের (Adani Group Stocks) স্টকগুলির দাম। একটি সমাজমাধ্যমের পোস্টে শর্টসেলার নেট আন্ডারসন হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা বন্ধ হওয়ার তথ্য শেয়ার করেছেন। ২০২৫ সালের ১৬ জানুয়ারি ট্রেডিং সেশনে স্টক মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই আদানি গ্রুপের (Adani Stocks) স্টকগুলিতে লাফ দেখা গিয়েছে। আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ৮ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গিয়েছে।
কোন কোন স্টকে কত মুনাফা
আদানি গ্রুপের স্টকগুলির মধ্যে আদানি পাওয়ার ও আদানি গ্রিন এনার্জি আজকের সেশনে ৭.৮ শতাংশ, আদানি গ্রিন এনার্জি সলিউশন ৫.১৮ শতাংশ, এসিসির শেয়ার ৩.৪৭ শতাংশ, আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ৫.৭৮ শতাংশ, আদানি পোর্টস অ্যান্ড এসইজেডের দাম ৪.২৯ শতাংশ, আদানি টোটাল গ্যাসে ৫.২১ শতাংশ, অম্বুজা সিমেন্ট ৪.০১ শতাংশ বৃদ্ধির সঙ্গে লেনদেন করছে, সাংঘি ইন্ডাস্ট্রিজ ২.৯২ শতাংশ বেড়েছে। শুধুমাত্র আদানি উইলমারের শেয়ারে সামান্য পতন দেখা গিয়েছে।
আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ হিন্ডেনবার্গ রিসার্চের
২০২৩ সালের জানুয়ারি মাসে আদানি গ্রুপের (Adani Group Stocks) বিরুদ্ধে একটি প্রতিবেদন জারি করে বলেছিল যে এটি বাজারে জালিয়াতি করছে, স্টকের দাম প্ররোচনার মাধ্যমে বাড়ানো হচ্ছে। আদানি স্টক শর্টও করেছিল এই হিন্ডেনবার্গ। এই অভিযোগের পরেই আদানি গ্রুপের শেয়ারে তীব্র পতন দেখা যায়। এই গ্রুপের বাজার মূলধন ২০ লক্ষ কোটি থেকে নেমে আসে ৭.৫০ লক্ষ কোটি টাকায়।
বন্ধ হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ
হিন্ডেনবার্গ রিসার্চ তার সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই সংস্থার প্রতিষ্ঠাতা নেট অ্যান্ডারসনের একটি নোট তুলে দেয়। এই নোটে বলা হয়েছে, 'আমি গত বছরের শেষ দিকে পরিবার, বন্ধুবান্ধব ও আমার টিমের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা বন্ধ করে দেব আমি। সংস্থার অনুসন্ধানমূলক ধারণার পাইপলাইন সম্পূর্ণ করার পরেই এই সংস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে'।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন; Gold Rate: লক্ষ্মীবারে বাংলার বাজারে সস্তা হল সোনার দাম ? আজ কিনলে কত খরচ হবে ?