Adani Enterprise Stock: আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগকে ঘিরে বিরাট ধস নেমেছিল আদানি গ্রুপের ১০টি স্টকেই। যদিও তারপরে কয়েক দিনের মধ্যেই দারুণ মুনাফা এনে দেয় এই স্টকগুলি। আগামী বছরগুলিতেও এই স্টকগুলিতে ভাল (Adani Stock) মুনাফার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। সম্প্রতি ব্রোকারেজ সংস্থা ভেঞ্চুরা সিকিউরিটিজের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে আদানি গ্রুপের স্টকগুলির মধ্যে আদানি এন্টারপ্রাইজের (Adani Enterprise) স্টকের দাম আগামী ২ বছরের মধ্যে পৌঁছে যাবে ৩৮০১ টাকার স্তরে। অর্থাৎ এখনকার স্তরের থেকে ৫৭.৮ শতাংশ বাড়বে এই শেয়ারের দাম।


আদানি গ্রুপের সবথেকে বড় সংস্থা আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম এখন ট্রেড করছে ২৪০৯ টাকায়। ব্রোকারেজ হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে বাজার ভাল গেলে এবং সংস্থা যদি দারুণ উন্নতি করে তাহলে এই ২ বছরের মধ্যে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ১৩৮.৬ শতাংশ বেড়ে হতে পারে ৫৭৪৮ টাকা। নোটে ব্রোকারেজ সংস্থা বলেছে, 'আশা করা যাচ্ছে সংস্থার রাজস্ব ২০২৪-২৫ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে ২০ শতাংশ কম্পাইন্ড অ্যানুয়াল গ্রোথ রেট অনুসারে বেড়ে হবে ১,৬৬,৬১৫ কোটি টাকা। এই সময়ের মধ্যে এই সংস্থার EBITDA মার্জিন ২০ শতাংশ হবে এবং এন্টারপ্রাইজ ভ্যালু ও EBITDA অনুপাত হবে ২৩.৪। আর এর ফলেই শেয়ারের দাম পৌঁছাবে ৫৭৪৮ টাকায়।' ভেঞ্চুরা সিকিউরিটিজের এই নোট সত্যি প্রমাণিত হলে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম রকেটের গতিতে বাড়বে। সংস্থার কনসলিডেটেড রাজস্ব ২০২৪ থেকে ২০২৭-এর মধ্যে বেড়ে হবে ১.৫৬ লক্ষ কোটি টাকা। ১৭.৫ শতাংশ CAGR-এ বাড়বে এই রাজস্ব।


EBITDA ও নেট মার্জিন যথাক্রমে ৬.৪৭ থেকে ১৮.৩ শতাংশ এবং ২.৫৫ শতাংশ থেকে ৫.৯ শতাংশ হবে। ROE এবং ROIC-ও বাড়বে এই সংস্থার। যথাক্রমে ৫.৬৩ থেকে ১৪.৫ শতাংশ এবং ০.৯৯ শতাংশ থেকে ১১.৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই দুই উপাদানও। মূলত সংস্থার বিমানবন্দর, সৌরশক্তি এবং বায়ুশক্তির ব্যবসা আরও সমৃদ্ধ হওয়ার প্রভাব পড়বে শেয়ারের দামে। এমনকী তামার ব্যবসা থেকেও রাজস্ব বাড়বে।


ভেঞ্চুরা সিকিউরিটিজ জানিয়েছে আদানি গ্রুপের প্রিমিয়াম স্টক আদানি এন্টারপ্রাইজ সংস্থা আগামী ১০ বছরে আরও ৬.৫-৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। এর মধ্যে বেশি নজরে থাকবে বিমানবন্দর, ডেটা সেন্টার, কপার এবং গ্রিন হাইড্রোজেনে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Systematic Withdrawal Plan: SIP করেন ? জমানো টাকা থেকেই পেতে পারেন আজীবন পেনশন; অবসরের আগেই করতে হবে এই কাজ