Adar Poonawalla: আনন্দ মহিন্দ্রার পরে এবার ৯০ ঘণ্টা কাজ বিতর্কে মুখ খুললেন আরেক উদ্যোগপতি এবং শিল্পপতি অদার পুনাওয়ালা। তিনিও আনন্দ মহিন্দ্রার মতই কাজের গুণমানকেই কাজের পরিমাণের থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে অদার পুনাওয়ালা এই ৯০ ঘণ্টা কাজের (90 Hour Work Week) বিবৃতির বিতর্কে লেখেন, 'আনন্দ মহিন্দ্রা স্যার আপনি ঠিকই বলেছেন, আমার স্ত্রী নাতাশা পুনাওয়ালা মনে করে আমি অত্যন্ত সুন্দর এবং রবিবারে সে আমাকেই দেখে সময় কাটায়। সবসময় কাজের পরিমাণের থেকে কাজের গুণমানই আগে থাকবে'। তিনি (Adar Poonawalla) এই পোস্টে আবার ট্যাগে লেখেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং এর সঙ্গে নিজের একটি ভাল ছবি শেয়ার করেন।
এই বিতর্ক শুরু হয় মূলত এল অ্যান্ড টি সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যমের মন্তব্যকে কেন্দ্র করে। তিনি একটি ভিডিয়োতে বলেন যে রবিবারে বাড়িতে বসে স্ত্রীর মুখ কতক্ষণই বা দেখতে পারে কর্মীরা, তার থেকে অফিসে এসে কাজ করা ভাল। সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের কথা সেখানেই বলেন তিনি। আর এই কথা নিয়েই শুরু হয় তুমুল বিতর্ক। এই মন্তব্যের বিরোধিতা করেন বহু ব্যবসায়ী শিল্পপতিরা। আনন্দ মহিন্দ্রা গতকাল ১১ জানুয়ারি এই বিতর্কের জবাবে লিখেছেন যে কাজের গুণমানই শেষ কথা। তাঁর মতে, 'একজন সপ্তাহে ১০ ঘণ্টা কাজ করেও দুনিয়া বদলে দিতে পারেন'। আর এই আনন্দ মহিন্দ্রার এই মন্তব্যের সমর্থনেই পোস্ট লেখেন অদার পুনাওয়ালা।
আনন্দ মহিন্দ্রা তাঁর এক্স হ্যান্ডলে এই পোস্টেই উল্লেখ করেন পরিবারের সঙ্গে সময় কাটানোর তাৎপর্য। তিনি লেখেন, 'আপনি যদি বাড়িতে সময় না দেন, আপনি যদি বন্ধুর সঙ্গে সময় কাটাতে না চান, আপনি যদি না পড়াশোনা করেন, আপনার যদি নিজেকে সমৃদ্ধ করার সময়ই হাতে না থাকে, তাহলে কীভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ?'
এই বিতর্কের বিরুদ্ধে আরও অনেকেই মুখ খুলেছেন। সমীর অরোরা, হর্ষ গোয়েঙ্কা, দেবীনা মেহেরা থেকে শুরু করে রাজীব বাজাজও এই মন্তব্যের বিরোধিতা করেছেন। ওয়ার্ক লাইফ ব্যালেন্সকেই সকলে গুরুত্ব দিয়েছেন। এল অ্যান্ড টি সংস্থার চেয়ারম্যানের এই মন্তব্যের বিরোধিতা করেছেন সকলেই একবাক্যে।