Agnipath scheme: বিরোধীদের টানা বিরোধিতা ও শহিদ অগ্নিবীর পরিবারের বক্তব্যের পরই সরকার নিল বড় পদক্ষেপ। অগ্নিপথ স্কিমের আওতায় প্রাক্তন অগ্নিবীরদের জন্য নেওয়া হল বিশেষ সংরক্ষণ। এবার থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনতে কনস্টেবল পদে 10 শতাংশ পদ সংরক্ষিত হচ্ছে প্রাক্তন অগ্নিবারদের জন্য। মোদি সরকার নিয়েছে এই পদক্ষেপ।


এখানেই শেষ নয়, এই অগ্নিবারদের সরকার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) সদর দফতরের শারীরিক দক্ষতা পরীক্ষায়ও ছাড় দেবে। সিআইএসএফও এই বিষয়ে সমস্ত প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল নীনা সিং।


কবে থেকে শুরু অগ্নিবীর প্রকল্প
14 জুন, 2022-এ ঘোষিত অগ্নিপথ প্রকল্পে 17 থেকে 21 বছর বয়সী যুবকদের মাত্র চার বছরের জন্য নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে 25 শতাংশকে আরও 15 বছরের সার্ভিসে রাখার নিয়ম রয়েছে। সরকার করোনাকালের জন্য ওই বছর বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করেছিল।


অগ্নিবীর প্রকল্প নিয়ে প্রবল বিরোধিতা
সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনে বিরোধীরা সরকারকে কোণঠাসা করায় অগ্নিপথ প্রকল্প নিয়ে চিন্তা বাড়ে সরকারের। বিরোধী দলনেতা রাহুল গাঁধীর বিরোধের মধ্যেই সংসদে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, অগ্নিপথ সামরিক স্কিম 158 জনের পরামর্শ নেওয়ার পরে চালু করা হয়েছিল। রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপন ভাষণে বিরোধী দলনেতা বলেছিলেন, একজন অগ্নিবীর যিনি কর্তব্যেরত অবস্থায় নিজের জীবন বিলিয়ে দেন, তাকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।


রাহুল বনাম রাজনাথ


যার উত্তরে রাহুল গাঁধী সংসদকে বিভ্রান্ত করছেন বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী। এমনকি লোকসভার স্পিকার ওম বিড়লাকে অগ্নিপথ প্রকল্পের জন্য রাহুলের দাবিগুলিকে বাতিল করার জন্য অনুরোধ করেছিলেন। লোকসভায় বিরোধী দলনেতা বলেছিলেন, অগ্নিবীর সামরিক স্কিমে সরকার অগ্নিবীরদের "use-and-throw labourers" হিসাবে বিবেচনা করে এবং এমনকি তাদের "শহিদ" এর মর্যাদাও দেয় না।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন : SBI Fraud Alert: স্টেট ব্যাঙ্কের নামে নতুন প্রতারণা, আপনি না জানলে খালি হবে অ্যাকাউন্ট !