নয়া দিল্লি: শনিবার তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ। তার আগে শুক্রবারে বেশ কিছুটা চাঙ্গা হল শেয়ার বাজার। দিনের শুরুতেই সেনসেক্স একলাফে ৮০০ পয়েন্ট উপরে চলে যায়। ফলে একেবারে তার পয়েন্ট হয়ে যায় ৭৭,৫৩৭.১২।  বাজেটের দিন বাজার থেকে মোটা লাভের আশা করছেন লগ্নিকারীরা। ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটের আগে সংসদে ২০২৪-২৫ সালের অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 


অর্থনৈতিক সমীক্ষায় ২০২৫-২৬ সালের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৬.৩-৬.৮ শতাংশ বলে অনুমান করা হয়েছে। এদিন বিনিয়োগকারীরা বিনিয়োগের পথে হেঁটেছেন। বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক থেমেছে ৭৭,৫০০.৫৭ পয়েন্টে। অর্থাৎ ৭৪০.৭৬ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) বৃদ্ধি পেয়েছে ১.১১ শতাংশ। এ দিন ২৩,৫০৮.৪০ পয়েন্টে পৌঁছে থামে নিফটি ৫০। 


বিশেষজ্ঞরা মনে করছেন, বাজেটের দিকে সকলের নজর রয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের কোন খাতে কী ধরণের সিদ্ধান্ত গ্রহণ করে তার উপর নির্ভর করে বাজেট তৈরি করে থাকে। তাই বাজেটের পর শেয়ার বাজার ফের একবার উপরের দিকে উঠবে।এনএসইতে মাঝারি পুঁজির সংস্থার শেয়ারের দাম বেড়েছে ১.৮৯ শতাংশ। ছোট পুঁজির সংস্থার স্টকে নিফটিতে লাভ হয়েছে ২.১১ শতাংশ।                                                      


আরও পড়ুন, জীবন বিমা- স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে GST প্রত্যাহার কি করবে মোদি সরকার? বাজেটের আগে বাড়ছে প্রত্যাশা


বিএসই সেনসেক্সের মধ্যে মাত্র চারটি শেয়ারের দাম কমেছে -- আইটিসি হোটেল যার দাম ৪.২৪ শতাংশ কমেছে, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাংক এবং টিসিএস- এরও দাম কমেছে। 


সেনসেক্সের শীর্ষ লাভবানদের মধ্যে রয়েছে আদানি পোর্টস অ্যান্ড এসইজেড, টাইটান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ইন্ডাসইন্ড ব্যাংক এবং অন্যান্যরা। 


এদিন আইটি, অটো, কনজিউমার সংস্থাগুলি ভাল ফল করেছে। মার্কেটের পরিস্থিতি বুঝে প্রতিদিন সকলে বিনিয়োগ করে থাকেন। বাজেটের উপর নির্ভর করবে কীভাবে দেশের অর্থনীতি পরিবর্তিত হয়। তারপর থেকে ফের নতুন করে চাঙ্গা হয়ে উঠবে শেয়ার বাজার।                 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে