Air India Business Class: এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাস সিটে যদি আপনি ভ্রমণ করে থাকেন কখনও, তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান। সম্প্রতি পাওয়া খবরে জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের বিজনেস ক্লাস সিটের পরিষেবা ধীরে ধীরে বন্ধ করে দিতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই এই পরিষেবা বন্ধ করে দেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই বিমান পরিষেবাই প্রথম এই রকম কোনও পদক্ষেপ করতে চলেছে।
পিটিআই সংবাদসংস্থাকে এয়ার ইন্ডিয়ার এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে জুড়ে যাবে এআইএক্স কানেক্ট নামের আরেকটি বিমান পরিষেবা সংস্থা। আর তাই এই বিমানে থাকা সমস্ত বিজনেস ক্লাসের সিট আগামী বছর থেকে উঠে যাবে। ধাপে ধাপে আরও বেশ কিছু বদল আসবে এই বিমান পরিষেবার ক্ষেত্রে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ব্যবসায়িক মডেলে এই বিজনেস ক্লাসের সুবিধে কোনওভাবেই খাপ খায় না। আর তাই এমন একটি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছে যে কীভাবে এই নতুন সিস্টেমে সেজে উঠবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানগুলি। প্রাথমিক বিজনেস মডেল অনুসারে এই বিমানে আরও বেশি পরিমাণে ইকোনমি ক্লাসের সিট থাকবে এবং এর সঙ্গে থাকবে প্রিমিয়াম ইকোনমি সিটের সুবিধেও। এভাবেই এই বিমান পরিষেবা সংস্থা ধীরে ধীরে তাদের বিমান থেকে বিজনেস ক্লাস সিট কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাজমাধ্যমে নিজেদের এক্স হ্যান্ডলে এ বিষয়ে একটি পোস্টও করেছে এয়ার ইন্ডিয়া।
টাটা গ্রুপের বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বর্তমানে মোট ৮৫টি এয়ারক্রাফট রয়েছে, এর মধ্যে ২৫টি A320 সিরিজ এয়ারক্রাফট এবং ৬০টি বোয়িং ৭৩৭ সিরিজের বিমান। এই বছরের শেষে এই বিমান পরিষেবা সংস্থার বিমান সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০০টিতে। এয়ার ইন্ডিয়ার ৩৪টি টেল বোয়িং ৭৩৭-৮ বিমান রয়েছে। এর মধ্যে ২৯টি বিমানে আলাদা আলাদা বিজনেস ক্লাসের সিট রয়েছে। এই বছরের শেষেই আরও ৫০টি বিমান অতিরিক্ত চালাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। মূলত এই বিমানগুলি হোয়াইট এয়ারক্রাফট হিসেবেই নির্মিত হয়েছিল।
টাটা গ্রুপের মোট ৪টি বিমান পরিষেবা সংস্থা আছে
টাটা গ্রুপের মোট ৪টি এয়ারলাইন রয়েছে। এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এআইএক্স কানেক্ট। এই এআইএক্স কানেক্ট বিমানের আগে নাম ছিল এয়ার এশিয়া ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এআইএক্স কানেক্ট সম্প্রতি কিছুদিনের মধ্যেই জুড়ে যেতে চলেছে। আগামী ১ অক্টোবরই এই দুটি শাখা একত্রে জুড়ে যাবে। ১২ নভেম্বর সম্পূর্ণ হতে চলেছে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারার সংযোগ চুক্তি।
আরও পড়ুন: Gold Rate: সোনা কিনতে আজ কি খরচ বাড়বে ? রাজ্যে কত চলছে সোনার দাম ?