নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন ২৮ জন পর্যটক। আর এই জঙ্গি হামলার জেরে আরও বহু পর্যটক আতঙ্কিত। তাদের ঘরে ফেরাতে অতিরিক্ত বিমান (Indigo Flight) পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত (Pahalgam Attack) নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমানসংস্থা। শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইগামী অতিরিক্ত বিমান (Air India Flight) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বুধবার ২৩ এপ্রিলের জন্য।
আজ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডল প্রোফাইলে একটি পোস্টে জানানো হয়, 'বর্তমান অবস্থার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া দুটি অতিরিক্ত বিমান চালাবে শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বইয়ের উদ্দেশে, বুধবার ২৩ এপ্রিলের জন্য।' এক্স হ্যান্ডলে এই ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া। একইসঙ্গে এই অতিরিক্ত বিমান পরিষেবার বিশদ বিবরণও দেওয়া হয় সেই পোস্টে। লেখা হয় যে, শ্রীনগর থেকে দিল্লির বিমান ছাড়বে সকাল সাড়ে ১১টায় এবং শ্রীনগর থেকে মুম্বইগামী বিমান ছাড়বে দুপুর ১২টার সময়। এখন থেকেই সমস্ত বিমানের জন্য বুকিং চালু হয়ে গিয়েছে।
শুধু তাই নয়, এই পোস্টে আরও জানায় এয়ার ইন্ডিয়া, 'শ্রীনগর থেকে এবং শ্রীনগরগামী আমাদের সমস্ত বিমান নির্ধারিত সময়েই চলবে। একইসঙ্গে এয়ার ইন্ডিয়া এখন বিমান বুকিংয়ের সময় বদল কিংবা বুকিং বাতিল করার জন্য কোনও চার্জ নেবে না আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। শুধুমাত্র এই রুটের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।' আর এই পোস্টের সঙ্গে সমস্ত হেল্পলাইন নম্বরও উল্লেখ করেছে এয়ার ইন্ডিয়া।
ইন্ডিগো বিমান সংস্থাও শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বইগামী অতিরিক্ত দুটি বিমান চালানোর কথা ঘোষণা করেছে। একইসঙ্গে শ্রীনগর থেকে বুকিং বাতিল বা সময় বদলের জন্য কোনও চার্জ ধার্য করবে না ইন্ডিগো। এই কাজের জন্য সময়ও বর্ধিত করেছে সংস্থা। হেল্পলাইন নম্বর উল্লেখ করেছে সংস্থা।
বর্তমানে এয়ার ইন্ডিয়া দিনে মোট ৫টি বিমান পরিচালনা করে দিল্লি ও মুম্বই থেকে শ্রীনগরের মধ্যে। আর অন্যদিকে ইন্ডিগো বিমান সংস্থা এই একই রুটে দিনে ২০টি বিমান পরিচালনা করে থাকে।
দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওতে বৈসরণ উপত্যকায় লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত একদল সন্ত্রাসবাদী পর্যটকদের উপর হামলা চালায়। এর ফলে ২৮ জনের মৃত্যু হয়। আরও অনেকে আহত হয় গুরুতরভাবে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের এই সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হত্যার দায় স্বীকার করেছে, তাদের সমাজমাধ্যমে একটি ছবিও তারা আপলোড করেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ হামলা শুরু হয়। ঘোড়ার পিঠে চেপে বৈসরানে ঘুরছিলেন পর্যটকরা।