কলকাতা: এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা এয়ারলাইন্স- এই দুটি বিমান সংস্থাকে মিশিয়ে (Air India Vistara Merge) দেওয়ার প্রস্তুতি চলছে পুরোদমে। দুই বিমান সংস্থাই টাটা গ্রুপের মালিকানাধীন। এই পরিস্থিতিতে একটি আশঙ্কা সম্প্রতি সামনে এসেছে। দুটি সংস্থা মিশিয়ে দেওয়া হলে এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা এয়ারলাইন্সের প্রায় ৬০০ কর্মী চাকরি হারাতে পারেন। যাঁদের চাকরি যেতে পারে তাঁরা সকলেই এয়ারলাইন্সের গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করেন। তবে, ফ্লাইং স্টাফদের কেউ তাঁদের চাকরি হারাবেন না বলে শোনা যাচ্ছে। এখন এই দুটি এয়ারলাইন্সে প্রায় ২৩ হাজার কর্মী কাজ করেন।  


সূত্রের খবর, সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও এই ৬০০ কর্মীর জন্য কোনও জায়গা পাওয়া যাচ্ছে না। দুটি এয়ারলাইন্সই এই কর্মীদের টাটা গ্রুপের (Tata group) অন্যান্য কোম্পানিতে চাকরি দেওয়ার চেষ্টা করছে। তা সত্ত্বেও, যাঁরা নতুন কোনও জায়গায় চাকরি পাবেন না তাঁদের জন্য VRS প্রকল্প আনা হবে। সূত্রের খবর, সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে দুটি সংস্থার মিশে যাবে। এমন পরিস্থিতিতে, ছাঁটাই ঠিক কতজনের হবে তা নিয়ে জল্পনা রয়েছে। এই বিষয়ে নীরবতা পালন করেছে এয়ার ইন্ডিয়া।


কেবিন ক্রু এবং পাইলটরা এই ছাঁটাইয়ের আওতায় আসবেন না: 
এই দুটি এয়ারলাইন্সেই গত কয়েক মাস ধরে কর্মীদের কর্মক্ষমতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ফিটমেন্টের প্রক্রিয়া চলছে। merge-এর পর যে সংস্থা তৈরি হবে সেখানে তাঁদের ভূমিকাও ঠিক করা হচ্ছে। ২টি এয়ারলাইন্সের দাবি যে এই পদক্ষেপটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে নেওয়া হচ্ছে। কেবিন ক্রু এবং পাইলটরা এই ছাঁটাইয়ের আওতায় আসবেন না। ১২ মে, এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন এবং ভিস্তারা সিইও বিনোদ কানন প্রস্তাবিত Merge-এর প্রতিটি দিক নিয়ে আলোচনা করার জন্য কর্মীদের সঙ্গে একটি টাউনহল অনুষ্ঠিত হয়।  


২০২২ সালের নভেম্বরে এই মার্জের কথা ঘোষণা করা হয়েছিল। চুক্তিটি সম্পন্ন হওয়ার পরে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের এয়ার ইন্ডিয়াতে ২৫.১ শতাংশ শেয়ার থাকবে। এটি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT) এবং ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI) থেকে অনুমোদন পেয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া কেনার পর, টাটা গ্রুপ এই সংস্থায় প্রায় ৯০০০ জনকে চাকরি দিয়েছে। এই merge-এর অধীনে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং AIX কানেক্টও মিশে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শিক্ষা-দুর্নীতি মামলায় চাকরি হারানো অঙ্কিতা অধিকারীকে নেতার পদ তৃণমূলের