Airtel 5G: রিলায়েন্স জিও (Reliance Jio)- র পাশাপাশি ভারতের অন্যান্য টেলিকম সংস্থাও দেশে ৫জি (5G) পরিষেবা লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। সম্প্রতি রিলায়েন্স জানিয়েছে, চলতি বছর অক্টোবরেই ভারতে ৫জি পরিষেবা চালু করবে জিও (Jio 5G)। এর পাশাপাশি শোনা গিয়েছে, অক্টোবরেই ভারতী এয়ারটেলও ভারতে ৫জি (Airtel 5G) নেটওয়ার্কের রোল আউট শুরু করবে। ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল সম্প্রতি একথা ঘোষণা করেছেন। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, খুব তাড়াতাড়ি ভারতে এয়ারটেলের ৫জি পরিষেবা চালু হওয়ার ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে। আপাতত শুধু এটুকু জানা গিয়েছে যে, রিলায়েন্স জিও-র সঙ্গে ৫জি পরিষেবা লঞ্চের ব্যাপারে জোরকদমে প্রতিযোগিতায় নামতে চলেছে ভারতী এয়ারটেলও। সম্ভবত সেই কারণেই জিও-র মতো এয়ারটেলও অক্টোবরেই ভারতে ৫জি পরিষেবা রোলআউট শুরু করতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ৪জি প্ল্যানের ক্ষেত্রেও বিভিন্ন টেলিকম সংস্থাগুলির মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। হামেশাই বিভিন্ন রিচার্জ প্ল্যান লঞ্চ করে একটি টেলিকম সংস্থা অন্য সংস্থাকে টেক্কা দেওয়ার চেষ্টা করে।
রিলায়েন্স জিও সংস্থা গুগলের সঙ্গে যুক্ত হয়ে ভারতে ৫জি পরিষেবা চালু করতে চলেছে। প্রথম ধাপে অর্থাৎ এবছর দীপাবলির মধ্যে কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি- এই চার শহরে ৫জি পরিষেবা চালু করা হবে। সারা ভারতে ৫জি পরিষেবা চালু হবে ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে। অন্যদিকে শোনা গিয়েছে এয়ারটেলের তরফে প্রাথমিক ভাবে ভারতের ১৩টি শহরে ৫জি পরিষেবা চালু হতে চলেছে। এই তালিকায় কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গাঁধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, লখনউ, মুম্বই এবং পুণের নাম রয়েছে।
জিও এবং এয়ারটেলের পাশাপাশি ভোডাফোন-আইডিয়াও ভারতে ৫জি পরিষেবা লঞ্চ করতে চায় বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি সরকারি সংস্থা বিএসএনএল এবং আদানি গ্রুপের ৫জি পরিষেবা লঞ্চের কথাও শোনা গিয়েছে। নোকিয়া সংস্থাও নাকি ভারতে ৫জি পরিষেবা চালু করতে পারে।
জিও ৫জি ফোন
ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করার পাশাপাশি জিও ৫জি ফোনও লঞ্চ হবে। তবে এই ফোন ২০২৩ সালে লঞ্চের সম্ভাবনা রয়েছে। দাম হতে পারে ১৫ হাজার টাকার মধ্যে। জিও-র এই ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট থাকতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোন কবে লঞ্চ হবে বা দাম কত হবে সে ব্যাপারে নিশ্চিত ভাবে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন- এবছর নয়, সম্ভবত আগামী বছর ভারতে লঞ্চ হতে পারে জিও-র ৫জি ফোন