Gold Buying Tips: হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya 2024) বিশেষ তাৎপর্য রয়েছে। এ বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ১০ মে শুক্রবার। এই দিনে সোনায় বিনিয়োগ (Gold Investment) করা খুব শুভ বলে মনে করা হয়। যদিও এখন অনেকেই সোনার গয়নার (Gold Jewellery) পাশাপাশি গোল্ড ইটিএফে (Gold ETF) ইনভেস্ট (Investment) করতে পছন্দ করেন। অন্তত সেই তথ্য় দিচ্ছে গত বছরের গোল্ড ইটিএফে বিনিয়োগের পরিসংখ্যান। 


গোল্ড ইটিএফে বিনিয়োগ নিয়ে বলছে ব্রোকারেজ ফার্ম জিরোধা
 গত বেশ কয়েক বছরে অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে সোনায় বিনিয়োগ করে প্রচুর মুনাফা করেছেন ইনভেস্টাররা। অক্ষয় তৃতীয়া উপলক্ষে জিরোধা ফান্ড হাউস এই শুভ দিনের বিশেষ বৈশিষ্ট্য এবং সোনায় বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, 10 মে অক্ষয় তৃতীয়ার ভারতে সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য বহন করে। এই দিন থেকে সমৃদ্ধির সাক্ষী হই আমরা।


সোনার বিনিয়োগের বিকল্প
জিরোধা বলেছে, সোনায় বিনিয়োগের জন্য অনেকগুলি বিকল্প রয়েছে যার মধ্যে রয়েছে সোনার গয়না, সভেরান গোল্ড বন্ড, ডিজিটাল গোল্ড এবং গোল্ড ইটিএফ। সবাই এখন সোনায় বিনিয়োগের কথা মাথায় রাখেন। এই ক্ষেত্রে লিকুইডিটি, সেভিংসের খরচ, কর, নিরাপত্তা এবং বিনিয়োগের সময়টি ইনভেস্টারের কাছে খুবই গুরুত্বপূর্ণ।


গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ দারুণ অপশন
ব্রোকারেজ ফার্ম জিরোধা ফান্ড হাউসের মতে, 2019 থেকে 2023 সালের মধ্যের পরিসংখ্যান বলছে, গোল্ড ETF-এ বিনিয়োগ বৃদ্ধির কারণে AUM-এ বিশাল লাফ দেখা গেছে। ডিসেম্বর 2019-এ গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ ছিল 5527.86 কোটি টাকা, যা করোনার সময়কালে ডিসেম্বর 2020-এ 150 শতাংশ বেড়ে 13,819.39 কোটি টাকা হয়েছে। তারপর থেকে গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ ক্রমাগত বাড়ছে। ডিসেম্বর 2023 নাগাদ, গোল্ড ETF-এর AUM বেড়ে হয়েছে 25,959.02 কোটি টাকা, যা 2022 সালের ডিসেম্বরের তুলনায় 27.29 শতাংশ বেশি এবং 2020 সালের ডিসেম্বরের তুলনায় 87.84 শতাংশ বেশি৷


গোল্ড ইটিএফ-এ বিনিয়োগের সুবিধা
জিরোধার সিইও বিশাল জৈনের মতে, গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ অনন্য সুবিধা দেয় যেখানে লিকুইডিটি, খরচ ও নিরাপত্তা সবার ওপরে স্থান পায়।  গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করে, বিনিয়োগকারীরা স্টক এক্সচেঞ্জে সোনায় বিনিয়োগের ফ্লেক্সিবিলিটি উপভোগ করতে পারেন। এখানে ফিজিক্যাল গোল্ডের মতো স্টোরেজ, বিশুদ্ধতার উদ্বেগ ও বিমার ঝুঁকি নেই।


গত অক্ষয় তৃতীয়ার পর থেকে দাম বেড়েছে ১৩ শতাংশ
2023 সালের অক্ষয় তৃতীয়া থেকে এই বছরের অক্ষয় তৃতীয়ার পর্যন্ত সোনার দামের তীব্র বৃদ্ধি ঘটেছে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনা বিক্রি প্রসঙ্গে কামা জুয়েলারির এমডি কলিন শাহ বলেন, গত বছরের অক্ষয় তৃতীয়ার পর থেকে সোনার দাম ১৩ শতাংশ বেড়েছে। সোনার দাম এবং চাহিদা উভয় ক্ষেত্রেই একটি বুলিশ প্যাটার্ন দেখা গেছে। তিনি বলেন, অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষ্যে সোনার মতো নিরাপদ জায়গায় বিনিয়োগ মানুষের আবেগের সঙ্গে জড়িত। এই অক্ষয় তৃতীয়ায়ও গোল্ডে বিপুল বিনিয়োগ দেখা যাবে।


কলিন শাহ বলেন, এখনকার তরুণ ক্রেতাদের সোনা কেনার পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে। যারা বিনিয়োগের জন্য কিনছেন তারা সাজসজ্জার উদ্দেশ্যে বৃহৎ পরিসরে সোনায় বিনিয়োগ করছেন এবং এই প্রবণতার শেয়ার বাড়ছে। মতিলাল ওসওয়ালও তার রিপোর্টে ভবিষ্যদ্বাণী করেছেন, 2024 সালে সোনা প্রতি কেজি 75,000 টাকা এবং রুপো প্রতি কেজি 1 লক্ষ টাকা হবে।


Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়ার দিনে কোন সময় সোনা কেনা শুভ, জেনে নিন আপনার শহরের টাইমিং